কুইন্সল্যান্ড, ২৬ সেপ্টেম্বর: সিরিজ আগেই পকেটে পুরে নিয়েছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। কিন্তু শেষ ম্যাচে তাঁদের জয়ের ধারাবাহিকতায় ছেদ পড়ল। কুইন্সল্যান্ডে ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তৃতীয় ওয়ানডে-তে উত্তেজক ম্যাচে ২ উইকেটে জয় ভারতীয় মহিলা দলের (Indian Women Cricket Team)। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ২-১ সিরিজ জিতল। টানা ২৬ ওয়ানডে ম্যাচে জয়ের পর, অবশেষে হারল অস্ট্রেলিয়া মহিলা দল।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে বোর্ডে ২৬৪ রান তুলে নেয় অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। দারুণ বোলিং করেন ভারতীয় পেস অ্যাটাকের নেতৃত্ব দেওয়া ঝুলন গোস্বামী। ৩৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। এদিন কেরিয়ারের নতুন এক মাইলস্টোনও ছুঁয়ে ফেললেন ঝুলন। অস্ট্রেলিয়ার অধিনায়ককে ফিরিয়ে দিয়েই এই মাইলস্টোন স্পর্শ করেন তিনি।
২৬৫ রান তাড়া করতে নেমে শুরুতেই বড় রান বোর্ডে তুলে নেয় ভারতীয় ওপেনিং জুটি। শেফালি ভার্মা ৫৬ রান করেন। ইয়াস্তিকা ভাটিয়া ৬৪ রান করেন। তবে এই ২ জন ফেরার পর আর কেউই মিডল অর্ডারে রান করতে পারেননি। মিডল অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ে। রিচা ঘোষ খাতা খেলার আগেই ফিরে যান। অধিনায়ক মিতালি রাজ ১৬ রান করে ফেরেন। একটা সময় ১৬০ রানে ১ উইকেট ছিল ভারতের। সেখান থেকে ২০৮ রানের মধ্যে ৬ উইকেটে হারায় তারা। যদিও শেষ পর্যন্ত ঝুলন গোস্বামী ৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচ জিতলেও সিরিজ হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ও দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হেরে যেতে হয়েছিল। যদিও ঝুলনের মতোই এই সিরিজেই ব্যাট হাতে মাইলস্টোন ছুঁয়েছেন মিতালি রাজও। প্রথম ওয়ান ডে খেলার পথেই আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান পূরণ করেছিলেন তিনি।
আগামী ৩০ সেপ্টেম্বর একটিমাত্র টেস্ট ম্যাচ খেলবে মিতালিরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই একমাত্র টেস্ট খেলেই সিরিজ শেষ করবে ভারতীয় মহিলা ক্রিকেট দল।