সাউদাম্পটন: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বৃহস্পতিবারই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলিদের আপাতত ঠিকানা সাউদাম্পটন। সেখানে স্টেডিয়ামের অভিজাত আবাসনেই থাকার ব্যবস্থা করা হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। বৃহস্পতিবার নিজের ঘরের ব্যালকনি থেকে একটি ছবি পোস্ট করলেন জাতীয় দলের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। যে ছবি দেখে ডেভিড ওয়ার্নার কৌতূহলী হয়ে পড়লেন। জানতে চাইলেন, এটা কি রুম নম্বর ৩১৮?


ঋদ্ধিমান একটি সেলফি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে আর একটি ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে প্রায় আবাসনের লাগোয়া ক্রিকেট মাঠ। মাঠের সবুজ গালিচার মতো ঘাস, গ্যালারি। নৈসর্গিক দৃশ্য দেখে ভক্তরা উচ্ছ্বসিত। ঋদ্ধি ছবির ক্যাপশনে লেখেন, 'আমার ব্যালকনি থেকে দেখা যাচ্ছে এই দৃশ্য।'


তারপরই কমেন্ট বিভাগে ওয়ার্নার লেখেন, এটা রুম নম্বর ৩১৮ না? প্রসঙ্গত, আইপিএলে বাংলার ঋদ্ধিমান ও অস্ট্রেলিয়ার ওয়ার্নার সতীর্থ। দুজনই খেলেন সানরাইজার্স হায়দরাবাদে। একটা সময় ওয়ার্নারের নেতৃত্বে খেলতেন ঋদ্ধি। ওয়ার্নার ও ঋদ্ধি দুজনে আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে ওপেনও করেছেন। দুজনের সম্পর্ক বেশ ভাল। তাই সতীর্থের সঙ্গে খুনসুটি ওয়ার্নারের।



বিশ্বের সেরা টেস্ট দল কারা, ভারত, নাকি নিউজ়িল্যান্ড, আর কিছুদিনের মধ্যেই তা নির্ধারিত হয়ে যাবে। ১৮-২২ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড। বৃহস্পতিবার ইংল্যান্ডে পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেটারেরা। তার আগে সাংবাদিকদের ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বলে গিয়েছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বেস্ট অফ থ্রি ফর্ম্যাটে হওয়া উচিত ছিল।


শাস্ত্রী বলেছেন, 'বেস্ট অফ থ্রি ফাইনাল হয়তো আদর্শ হতো। তবে একটা ম্যাচ একটা ম্যাচই। ছেলেরা এই জায়গাটা অর্জন করে নিয়েছে। এটা রাতারাতি হয়নি। ছেলেরা দীর্ঘদিন ধরে এক নম্বর জায়গাটা ধরে রেখেছে।' তিনি যোগ করেছেন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল খেলতে চলেছি। খেলাটার গুরুত্বের কথা ভাবলে এটাই সবচেয়ে বড় ম্যাচ। এই ফর্ম্য়াট আপনার পরীক্ষা নেবে। দলগুলি একে অপরের বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে খেলেছে আর তারপরই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে।'