সান ফ্রান্সিসকো : খুব তাড়াতাড়ি নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। যার সুবাদে একইসঙ্গে চারটি ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকসেস করা যাবে। কয়েকমাসের মধ্যেই যে ফিচার তারা হাজির করবেন বলেই জানিয়েছেন হোয়াটসঅ্যাপ সংস্থার প্রধান উইল ক্যাথকার্ট। পাশাপাশি ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গও জানিয়েছেন একই কথা। চারটি ডিভাইসে একসঙ্গে অ্যাকসেস করা গেলেও এন্ড টু এন্ড এনক্রিপশন বজায় থাকবে বলেই জানিয়েছেন তিনি।


পাশাপাশি ডিসাপেয়ারিং মোড আরও মডিফাই করেই আনা হচ্ছে হোয়াটসঅ্যাপের জন্য। নতুন তথা অ্যাডভান্স ডিসাপেয়ারিং মোডে যেখানে থাকবে 'ভিউ ওয়ান্স' ফিচার। যার ফলে কোনও মেসেজ পাঠানোর পর একবার কেউ দেখার পরই সেটি অটোমেটিক ডিসাপিয়ারিং মোডে চলে যাবে। অর্থাৎ, কোনও মেসেজ, ছবি বা ভিডিও কেউ একবার দেখার পরই নিজে থেকে ডিলিট হয়ে যাবে। যিনি মেসেজ পাঠাচ্ছেন তাঁর হাতে থাকবে তথ্যটি অন্য পক্ষের দেখার এক্তিয়ার। কেউ যদি ভিউ ওয়ান্স ফিচার দিয়ে কোনও মেসেজ পাঠান, তাহলে যিনি তা রিসিভ করছেন, তা আর এখনকার মতো ডাউনলোড করে রাখার অপশন থাকবে না। হোয়াটসঅ্যাপে বিটা ইউজারটা খুব তাড়াতাড়িই এই ফিচার পাবেন বলেই জানিয়েছেন মার্ক জুকেরবার্গ।


মাল্টি ডিভাইস এন্ড টু এন্ড এনক্রিপশন, ভিউ ওয়ান্স সহ ডিসাপেয়ারিং মোডের পাশাপাশি হোয়াটসঅ্যাপ বিটা ভারসানে ব্যাক আপের জন্য পাসওয়ার্ড এনক্রিপশনও আনা হচ্ছে। যেক্ষেত্রে নির্দিষ্ট পাসওয়ার্ড ছাড়া কোনও চ্যাটই ব্যাক আপ করে পুনরুদ্ধার করা যাবে না। ওয়াকিবহাল মহলের মতে, একাধিক নতুন সিকিউরিটি ফিচার এলে সম্ভবত বর্তমানে চলতে থাকা প্রাইভেসি পলিসি সংক্রান্ত অস্বস্তি কিছুটা কাটিয়ে উঠতে পারবে বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপটি।


এমনিতেই নতুন প্রাইভেসি পলিসি ফিচার নিয়ে বেশ অস্বস্তিতে হোয়াটসঅ্যাপ। যে পলিসি মেনে নিলে হোয়াটসঅ্যাপের সব তথ্য হস্তান্তর হবে ফেসবুকের হাতে। যে ব্যক্তি তথ্য হস্তান্তর ঘিরেই প্রতিবাদের জেরে কিছুটা সমস্যায় জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। যদিও তাদের সাফ দাবি, আসলে ব্যক্তি পরিসর সুরক্ষিত রেখে ব্যবসায়ীক ঝক্কি থেকে ইউজারদের রেহাই দিতেই তাদের এহেন পদক্ষেপ।