ভারত দুর্দান্ত দল, ইংল্যান্ডে তাদের পারফরম্যান্সে কিছু বিচার হয় না, এবিপি আনন্দকে বললেন ওয়াকার ইউনিস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Sep 2018 09:06 AM (IST)
দুবাই: ভারত ইংল্যান্ডে ভাল খেলেনি ঠিকই। কিন্তু তাতে কিছু বিচার হয় না। তারা অসাধারণ একদিনের দল, বিশেষত এই পরিস্থিতিতে। এবিপি আনন্দকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বললেন ওয়াকার ইউনিস। তাঁর মতে, বিরাট কোহলির অনুপস্থিতি এশিয়া কাপের মত আঙিনায় বড় ব্যাপার ঠিকই কিন্তু তারপরেও ভারত ভাল খেলতে পারে। ১৯ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে এক সময়ের দুনিয়া কাঁপানো এই ফাস্ট বোলার বলেছেন, ম্যাচ হবে হাড্ডাহাড্ডি। বিরাট ছাড়াও ভারত যথেষ্ট ব্যালান্সড দল। নিজেকে কে এল রাহুলের বড় ফ্যান বলেও উল্লেখ করেছেন তিনি। তা ছাড়া ভারতীয় বোলাররা বিশেষত জশপ্রীত বুমরাহর বোলিং ইউনিসের অত্যন্ত পছন্দ। কোন দল এগিয়ে আছে বা কারা পিছিয়ে তা নিয়ে কোনও মন্তব্যে নারাজ ইউনিসের বিশ্বাস, যারাই জিতুক, ম্যাচে উপভোগ্য লড়াই হবে।