বাহরিনের কাছে হার, এশিয়ান কাপ থেকে বিদায় ভারতের, পদত্যাগ কোচের
Web Desk, ABP Ananda | 14 Jan 2019 11:51 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
শারজা: আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ। বাহরিনের কাছে শেষমুহূর্তের পেনাল্টি গোলে হেরে গিয়ে এশিয়ান কাপের গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিল ভারত। এদিন হেরে গ্রুপে চতুর্থ হলেন সুনীল ছেত্রীরা। অন্য ম্যাচে তাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপের সেরা দল হিসেবে শেষ ষোলোয় চলে গেল সংযুক্ত আরব আমিরশাহী। ভারতের হারের পরেই পদত্যাগ করার কথা জানিয়েছেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। প্রথম ম্যাচে তাইল্যান্ডকে হারিয়ে এবারের এশিয়ান কাপের শুরুটা দারুণ করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ভাল খেলেও হারতে হয় ভারতকে। আজ অন্তত ড্র করতে পারলেও এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার শেষ ষোলোয় যাওয়ার সুযোগ থাকত ভারতের সামনে। দু’দলই সমানতালে লড়াই চালাচ্ছিল। কিন্তু খেলার শেষদিকে প্রণয় হালদারের ভুলে পেনাল্টি পায় বাহরিন। গোল করে দলকে জেতান জামাল রশিদ আব্দুলরহমান ইউসুফ।