নয়াদিল্লি: তিরন্দাজিতে সোনা ভারতের। বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারতের পুরুষদের কম্পাউন্ড আর্চারি দল। এই দলে রয়েছেন ঋষভ যাদব, আমন সাইনি ও প্রথমেশ বালচন্দ্রা। ফ্রান্স শিবিরকে হারিয়ে খেতাব জিতে নিয়েছে ভারতীয় দল। এর আগে ১৯৯৫ সালে জাকার্তায় তিন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিল এই ফ্রান্স। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছিল ভারতীয় পুরুষ কম্পাউন্ড তিরন্দাজি দল। ৩০-২৮ ব্যবধানে জিতে যায় ভারতীয় পুরুষ তিরন্দাজি দল। আমেরিকার বিরুদ্ধেও ২৩৪-২৩৩ টানটান লড়াই শেষে হাসি হাসে ভারতের প্লেয়াররাই। সেমিফাইনালে তুরস্কের বিরুদ্ধে ২৩৪-২৩২ ব্যবধানে জেতে ভারতের কম্পাউন্ড পুরুষ তিরন্দাজি দল। 

কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টেও ঋষভ যাদব ও জ্য়োতি সুরেখা এদিন নেদারল্যন্ডসের বিরুদ্ধে হেরে যান ফাইনালে। তবে তারা রুপো নিশ্চিত করেন। সেক্ষেত্রে ঋষভের জন্য এটি ছিল দিনের দ্বিতীয় পদক। এর আগে সাংঘাইয়ে ঋষভ ও সুরেখা রেকর্ড গড়েছিলেন ওয়ার্ল্ড কাপ স্টেজ ২ তে। ওয়ার্ল্ড কাপ স্টেজ ওয়ানে সোনা জিতেছিলেন এই জুটি। মাদ্রিদে স্টেজ ফোরে ব্রোঞ্জ জিতেছিলেন তাঁরা। তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের সাফল্য রীতিমত নজরকাড়া। 

ভারতের ফের ফিটনেস টেস্ট দিতে হবে বিরাট কোহলিকে?

লন্ডনেই নাকি তিনি ফিটনেস টেস্ট দিয়ে দিয়েছিলেন। এমনই খবর ছড়িয়ে পড়েছিল। বিরাট কোহলিকে বাড়তি সুবিধে দেওয়া হচ্ছে কেন, বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছিল। বিরাট ও রোহিত দুই ভারতীয় তারকা খবর অনুযায়ী ইতিমধ্যে নিজেদের ফিটনেস প্রমাণ করেছেন। রোহিত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে নিজের ফিটনেস প্মাণ করেছেন। বিরাট কোহলির বর্তমান কাজ রে ফেলেন লন্ডনে। সেখানে লর্ডসে কোহলি নিজের ফিটনেস পরীক্ষা দিয়ে, তা পাশও করেছেন বলে খবর। তবে ভারতীয় দলের হয়ে মাঠে নামার জন্য ওই পরীক্ষার পরেও কোন একসময় সেন্টার অফ এক্সিলেন্সে এসেই নিজের ফিটনেস প্রমাণ করতে হতে পারে। তাঁর ফিটনেসের দিকে কড়া নজর রাখছে বিসিসিআই

পাশাপাশি একই রিপোর্টে দাবি করা হয় রোহিত শর্মাকে ভারতীয় ওয়ান ডে দলে নির্বাচিত করা হলেও তাঁর কাঁধ থেকে নেতৃত্বের দায়ভার সরতে পারে। দীর্ঘদিনের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণ নাও হতে পারে রোহিতের। একাদশে খেললেও শুধুমাত্র স্পেশালিস্ট ওপেনার হিসেবেই হয়ত মাঠে নামবেন হিটম্য়ান।