কলকাতা: এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিভিন্ন প্রতিযোগিতার জন্য ভারতীয় ক্লাবগুলির বাছাই পর্বের খেলা শুরু হয়ে যাবে ৪ এপ্রিল থেকে। চলবে ৩ মে পর্যন্ত। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ এই সূচীর ঘোষণা করেছে।


এই মরসুমে ভারতীয় ক্লাবগুলির জন্য তিনটি স্লট বরাদ্দ করেছে এএফসি। প্রথমটি মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব লিগ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে, দ্বিতীয়টি এএফসি কাপ গ্রুপ পর্বে ও তৃতীয়টি এএফসি কাপের বাছাই পর্বে।


এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন করার জন্য হিরো আইএসএল ২০২১-২২-এর লিগশিল্ড জয়ী জামশেদপুর এফসি ও চলতি মরশুমের লিগশিল্ড জয়ী মুম্বই সিটি এফসি পরষ্পরের মুখোমুখি হবে আগামী ৪ এপ্রিল। হিরো সুপার কাপ চলাকালীনই এই ম্যাচটি হবে বলে জানিয়েছে ফেডারেশন। এই ম্যাচের জয়ী দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২০২৩-২৪-এর বাছাই পর্বে খেলার সুযোগ পাবে।


এএফসি কাপ গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য আসন্ন হিরো সুপার কাপের চ্যাম্পিয়ন ও হিরো আই লিগ জয়ী গোকুলম কেরালা এফসি একে অপরের মুখোমুখি হবে ২৯ এপ্রিল। তবে হিরো সুপার কাপের চ্যাম্পিয়নরা যদি তার মধ্যে এএফসি চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করে থাকে, তা হলে গোকুলম কেরালা এফসি সরাসরি এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার ছাড়পত্র পেয়ে যাবে। আর যদি গোকুলম হিরো সুপার কাপে চ্যাম্পিয়ন হয়, তা হলে তারাই এএফসি কাপ ২০২৩-২৪-এর  গ্রুপ পর্বে খেলার সবুজ সঙ্কেত পাবে।


এএফসি কাপের বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য হিরো আইএসএল ২০২১-২২-এর চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি ও চলতি হিরো আইএসএল চ্যাম্পিয়ন (বেঙ্গালুরু এফসি বা এটিকে মোহনবাগান) মুখোমুখি হবে ৩ মে। তার মধ্যে হায়দরাবাদ এফসি যদি এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে, তা হলে এই ম্যাচের কোনও প্রয়োজন হবে না এবং চলতি হিরো আইএসএলের ট্রফিজয়ী দল খেলবে এএফসি কাপের বাছাই পর্বে। একই ভাবে যদি এবারের হিরো আইএসএল চ্যাম্পিয়নরা এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে, সেক্ষেত্রেও এই ম্যাচ আর হবে না এবং হায়দরাবাদ ২০২৩-২৪-এর এএফসি কাপ বাছাই পর্বে খেলবে।


আইএসএল ফাইনালের দামামা বেজে গিয়েছে। শনিবার, ১৮ মার্চ ফাইনালে মুখোমুখি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি (ATK Mohun Bagan vs Bengaluru FC)। খেলা গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium)। তবে সেদিন সমর্থকদের জন্য ফুটবলের পাশাপাশি বিনোদনের একাধিক পসরা সাজানো থাকছে। থাকছে বিখ্যাত ডিজে-র পারফরম্যান্স, ফান কার্নিভাল-সহ আরও অনেক কিছু।


কোথায়, কখন খেলা


শনিবার, ১৮ মার্চ এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি ফাইনালে মুখোমুখি হচ্ছে। খেলা হবে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সন্ধ্যা ৭.৩০-এ। তার আগে বিকেল ৪টে থেকে শুরু হবে ফ্যামিলি কার্নিভাল। চলবে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত। সন্ধ্যা ৬.৩০ থেকে ৭.১৫ পর্যন্ত হবে সমাপ্তি অনুষ্ঠান।