#ফিরোজ শাহ কোটলায় ভারত-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন লড়াকু শতরান করলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমল। ম্যাথুজ ১১১ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেও, ক্রিজে আছেন চান্দিমল। তিনি এখন ১১০ রানে ব্যাটিং করছেন। এই দুই ব্যাটসম্যানের দাপটে ফলো অন এড়ানোর পথে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ভারতের ৭ উইকেটে ৫৩৬ রানের জবাবে ১১৪ ওভারের শেষে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৩০৫। ভারত ২৩১ রানে এগিয়ে। চান্দিমলের সঙ্গে ক্রিজে সাদিরা সমরবিক্রমে (২৭)। গতকাল দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ৩ উইকেটে ১৩১। আজ সকাল থেকেই ম্যাথুজ ও চান্দিমল ভাল ব্যাটিং করছিলেন। তাঁদের জমাট রক্ষণ ভেদ করতে পারছিলেন না মহম্মদ সামি, ইশান্ত শর্মা, অশ্বিনরা। অবশেষে অশ্বিন একটা সাফল্য পান। এই ম্যাচ ড্র হলেও অবশ্য ভারতের কোনও ক্ষতি হবে না। কারণ, দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে এগিয়ে বিরাট কোহলিরা। ফলে এই টেস্ট ড্র হলেও সিরিজ জিতবে ভারতই। উইকেটের পিছনে ‘সুপারম্যান ঋদ্ধি’, ম্যাথিউজ-চন্ডীমলের সেঞ্চুরি সত্ত্বেও ম্যাচের রাশ ভারতের হাতেই
Web Desk, ABP Ananda | 04 Dec 2017 11:57 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: ফিরোজ শাহ কোটলায় সিরিজের তৃতীয় টেস্টে অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দীনেশ চন্ডীমলের জোড়া সেঞ্চুরি সত্ত্বেও তৃতীয় দিনের খেলার শেষে ম্যাচের রাশ ভারতের হাতেই। দিনের শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ৯ উইকেটে ৩৫৬। ভারতের থেকে এখনও ১৮০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। সিরিজে এই প্রথম শ্রীলঙ্কা কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। ম্যাথিউজ ও চন্ডীমলের জুটিতে ১৮১ রান যোগ হয়। দুই ব্যাটসম্যান সেঞ্চুরি করেন।চন্ডীমল পুরো দিনই ব্যাট করেছেন। কিন্তু ভারতের পক্ষে এদিন চিন্তার ব্যাপার খারাপ ফিল্ডিং। পাঁচটি ক্যাচ মিস করেন ভারতীয় ফিল্ডাররা। প্রথম দুটি সেশন ভারতীয় বোলারদের পক্ষে ছিল হতাশার। এদিন শেষ সেসনে শ্রীলঙ্কা শিবিরে আঘাত হানেন স্পিনার আর অশ্বিন। ৯০ রানে ৩ উইকেট নিয়ে বিপক্ষের ব্যাটিং লাইনআপে ভাঙন ধরান তিনি। তাঁর বলে আউট হন ম্যাথিউজ (১১১), রোশেন সিলভা (০) ও নিরোশন ডিকেওয়ালা (০)। রবীন্দ্র জাদেজা তুলে নেন দুটি উইকেট। ইশান্ত শর্মা ৯৩ রানে ২ এবং মহম্মদ শামি ৭৪ রানে ২ উইকেট নিয়েছেন। এদিন উল্লেখযোগ্য বিষয় হল উইকেটরক্ষক ঋদ্ধিমানের দুরন্ত ক্যাচ। ইশান্ত ও শামির বলে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন ঋদ্ধি। চা-পানের বিরতির পর ইশান্তের বলে ডানদিকে ঝাঁপিয়ে একহাতে ক্যাচ নিয়ে আউট করেন সাদিরা সমরবিক্রম (৩৩)-কে আউট করেন তিনি। ফের শামির বলে সুরঙ্গ লাকমলের ক্যাচ অসাধারণ দক্ষতায় তালুবন্দী করেন ঋদ্ধি।