নয়াদিল্লি: বিশ্বকাপ শুরু হতে আর চার মাসও বাকি নেই। সব দলই প্রস্তুতিতে ব্যস্ত। এরই মধ্যে ভারতকে অন্যতম ফেভারিট বলে উল্লেখ করলেন প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে ভারতীয় এ দলের কোচ রাহুল দ্রাবিড়। তিনি আইসিসি-র ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ভারত এই মুহূর্তে খুব ভাল খেলছে। বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবেই যাচ্ছে ভারত। আশা করি আগামী কয়েক মাসে আমাদের পারফরম্যান্স সেরা জায়গায় পৌঁছে যাবে।’
এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে ৩০ মে থেকে। ইংল্যান্ডের উইকেট ব্যাটসম্যানদের সহায়ক হবে বলেই মনে করছেন দ্রাবিড়। এ বিষয়ে তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের উইকেটে বাউন্স থাকবে না। আশা করি বিশ্বকাপের ম্যাচগুলিতে প্রচুর রান উঠবে। আমরা যখন এ দল নিয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলাম, তখন নিয়মিত রান উঠেছে। ১৯৯৯ বিশ্বকাপে সাদা ডিউক বলে খেলা হয়েছিল। তার তুলনায় এবার অনেক বেশি রান উঠবে। ১৯৯৯ সালের তুলনায় এখন একদিনের ক্রিকেটের নিয়ম অনেক বদলে গিয়েছে। এখন দু’টি সাদা কোকাবুরা বল ব্যবহার করা হয়, ফিল্ডিংয়ের ক্ষেত্রে বিধিনিষেধে বদল এসেছে। তাই দু’টি বিশ্বকাপের তুলনা করা যাবে না।’
বিশ্বকাপে অন্যতম ফেভারিট ভারত, বলছেন দ্রাবিড়
Web Desk, ABP Ananda
Updated at:
02 Feb 2019 09:09 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -