লন্ডন: ট্যুইটারে রেকর্ড গড়ল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ। ভারত-পাকিস্তানের এই ম্যাচ চলাকালীন বিশ্বজুড়ে ১৮ লক্ষ ট্যুইট হয়েছে। কোনও একদিনের আন্তর্জাতিক ম্যাচে ট্যুইটের হিসেবে এটা রেকর্ড। এর আগে কোনও একদিনের আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন এত বেশি ট্যুইট হয়নি।
ট্যুইটারের হেড অফ স্পোর্টস পার্টনারশিপস, এশিয়া প্যাসিফিক অনীশ মাদানি বলেছেন, ‘ট্যুইটারে ক্রিকেট নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিশ্বজুড়ে ক্রিকেটভক্তরা ১৮ লক্ষ ট্যুইট করেছেন। এই ম্যাচ সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই প্রথম আইসিসি ট্যুইটারে সরাসরি ভিডিও চ্যাটের ব্যবস্থা করেছিল। ক্রিকেটপ্রেমীরা বিভিন্ন দলের অধিনায়ক ও ধারাভাষ্যকারদের সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন। ম্যাচের ভিডিও ট্যুইট করারও সুযোগ ছিল।’
ভারত-পাক ফাইনাল ম্যাচের পরেই সবচেয়ে বেশি ট্যুইট হয়েছিল দু দলের গ্রুপের ম্যাচে। এরপর আছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, ভারত-বাংলাদেশ সেমি-ফাইনাল ম্যাচ এবং ইংল্যান্ড-পাকিস্তান সেমি-ফাইনাল ম্যাচ।
ট্যুইটারে রেকর্ড গড়ল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jun 2017 09:34 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -