লন্ডন: কাপ জয়ের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হলেন পাকিস্তানের সরফরাজ আহমেদ।


সোমবার আইসিসি যে দল ঘোষণা করেছে, তাতে সেরা দলে দুই ফাইনালিস্ট দল—ভারত ও পাকিস্তানের সাতজন ক্রিকেটার রয়েছেন। মোট পাঁচ দেশের ক্রিকেটার জায়গা পেয়েছেন দলে।


আইসিসি সেরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রয়েছেন পাকিস্তানের চারজন, জায়গা পেয়েছেন বিরাট কোহলি সহ তিন ভারতীয়, ইংল্যান্ডের তিনজন, একজন বাংলাদেশের।


ওপেনার হিসেবে রয়েছেন ভারতের টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান শিখর ধবন যিনি গোল্ডেন ব্যাট পুরস্কার পেয়েছেন। দলে রয়েছেন প্রতিযোগিতার সেরা বোলার হাসান আলি—যিনি গোল্ডেন বল পুরস্কার পেয়েছেন।


বাংলাদেশের সেমি ফাইনালে ওঠার নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল তামিম ইকবালের। তিনি জায়গা পেয়েছেন। রয়েছেন তিন নম্বরে। ধবনের পাশাপাশি, আইসিসি সেরা একাদশের দ্বিতীয় ওপেনার পাকিস্তানের ফকহর জামান।


চার নম্বরে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পাঁচ ও ছয়ে যথাক্রমে রয়েছেন দুই ক্রিকেটার-- জো রুট ও বেন স্টোকস। দলের নেতা নির্বাচিত হয়েছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি আছেন সাত নম্বরে।


এরপর বোলারদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ, পাকিস্তানের জুনেইদ খান, ভারতের ভূবনেশ্বর কুমার ও পাকিস্তানের হাসান আলি। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন দ্বাদশ ব্যক্তি হিসেবে জায়গা পেয়েছেন।