কলম্বো: প্রথমসারির অধিকাংশ খেলোয়াড়কে বাদ দিয়েই অনায়াসে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। আজ গ্রুপ লিগের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে দিল ভারত। শুক্রবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে যে দল জিতবে, তারাই ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলবে।
আজ বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭৬ রান করে ভারতীয় দল। রোহিত শর্মা ৮৯ রান করেন। অপর ওপেনার শিখর ধবন ৩৫ ও তিন নম্বরে নামা সুরেশ রায়না ৪৭ রান করেন। জবাবে ৬ উইকেটে ১৫৯ রান করে বাংলাদেশ।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ। ভারতের ইনিংসের শুরুটা ভালই করেন এই সিরিজের অধিনায়ক রোহিত ও ধবন। দলের ৭০ রানের মাথায় ধবনকে ফেরান রুবেল হোসেন। এরপর রোহিতের সঙ্গে জুটি বাঁধেন রায়না। তাঁদের জুটিতে ১০২ রান যোগ হয়। রায়নাকেও ফেরান রুবেল। রোহিত রান আউট হয়ে যান। দীনেশ কার্তিক ২ রানে অপরাজিত থাকেন।
রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই উইকেট হারাতে থাকে। দ্রুত ফিরে যান সৌম্য সরকার (১), লিটন দাসরা (৭)। সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। তামিম ইকবাল ও সাব্বির রহমান ২৭ রান করেন। তবে অন্য কোনও ব্যাটসম্যানই বড় রান পাননি। ওয়াশিংটন সুন্দর ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহল একটি করে উইকেট নেন। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২৮ রান। সেটা করতে পারেননি মুশফিকুররা।
এই সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও, পরের ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। এরপর রোহিতরা শ্রীলঙ্কাকেও ৬ উইকেটে হারিয়ে দেন। আজ জিতেফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। অন্যদিকে, ভারতের কাছে হারের পর শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচ বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই ম্যাচে হারের পর শুক্রবারের ম্যাচটি বাংলাদেশের কাছে কার্যত সেমিফাইনাল হয়ে গেল।
বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
14 Mar 2018 08:38 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -