অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত
Web Desk, ABP Ananda | 20 Jul 2017 05:01 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
ডার্বি: অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। ২৮২ রান তাড়া করতে নেমে ২৪৫ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। এলিসি ভিলানি (৭৫) ও অ্যালেক্স ব্ল্যাকওয়েল (৯০) লড়াই করেন। তবে তাঁরা ভারতের জয় আটকাতে পারেননি। ঝুলন গোস্বামী ও শিখা পাণ্ডে দুটি করে এবং দীপ্তি শর্মা তিনটি উইকেট নেন। আজ টসে জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান করে ভারত। ১১৫ বলে ১৭১ রান করে অপরাজিত থাকেন হরমনপ্রীত কউর। মূলত তাঁর এই অসাধারণ ইনিংসের সুবাদেই বিশাল রান করতে সমর্থ হয় ভারত। এরপর বোলারদের ভাল পারফরম্যান্সের ফলে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে দিল ভারত। ফাইনালে মিতালি রাজের দলের প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রবল বৃষ্টির জন্য আজ দেরিতে খেলা শুরু হয়। ওভার সংখ্যা ৫০ থেকে কমিয়ে ৪২ করা হয়। ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারেই ফিরে যান স্মৃতি মন্ধানা (৬)। পুনম রাউতও (১৪) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। অধিনায়ক মিতালি করেন ৩৬ রান। তিনি এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে গেলেন। দীপ্তি শর্মা ২৫ রান করেন। বেদা কৃষ্ণমূর্তি ১৬ রানে অপরাজিত থাকেন। ভারতীয় দল- স্মৃতি মন্ধানা, পুনম রাউত, মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কউর, দীপ্তিু শর্মা, বেদা কৃষ্ণমূর্তি, সুষমা বর্মা (উইকেটকিপার), ঝুলন গোস্বামী, শিখা পাণ্ডে, রাজেশ্বরী গায়কোয়াড় ও পুনম যাদব। অস্ট্রেলিয়া দল- বেথ মুনি, নিকোল বোল্টন, মেগ ল্যানিং (অধিনায়ক), এলিস পেরি, এলিসি ভিলানি, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালিসা হিলি (উইকেটকিপার), অ্যাশলেঘ গার্ডনার, জেস জোনাসেন, মেগান শাট ও কার্স্টেন বিমস।