লখনউ: ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। টি-টােয়েন্টি সিরিজে (T20 Series) দুর্দান্ত জয়ের পর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (One Day Series) খেলতে নামছে টিম ইন্ডিয়া। রজত পাতিদার (Rajat Patidar), মুকেশ কুমারের মত নতুন মুখ সিরিজে মাঠে নামতে চলেছে। তবে তাঁরা কি সুযোগ পাবেন প্রথম একাদশে?


আজ কেমন হতে পারে ভারতীয় একাদশ?


শিখর ধবন: আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে শিখর ধবনের নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় দল। ওপেনিংয়ে নামবেন বাঁহাতি এই অভিজ্ঞ তারকা ক্রিকেটার। 


শুভমন গিল: নিঃসন্দেহে দলে ধবনের ওপেনিং পার্টনার হতে চলেছেন শুভমন গিল। জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গিলের পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। রাহুল, রোহিতের বিকল্প হিসেবে একদম সেরা গিল।


শ্রেয়স আইয়ার: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়েছিলেন। কিন্তু রান পাননি। তবে ওয়ান ডে সিরিজে তিন নম্বর পজিশনে খেলতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। টি-টােয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ প্লেয়ার হিসেবেও রয়েছেন তিনি।


সঞ্জু স্যামসন: জনপ্রিয় ক্রিকেটার। কিন্তু ভারতীয় দলের জার্সিতে কোনও ফর্ম্যাটেই ধারাবাহিক নন সঞ্জু স্য়ামসন। তবে ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ পেতে চলেছেন স্যামসন। উইকেটের পেছনে তাঁকেই দেখা যাবে।


রজত পাতিদার: সব কিছু ঠিকঠাক থাকলে দেশের জার্সিতে অভিষেক হতে চলেছে রজত পাতিদারের। আইপিএলে আরসিবির জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজরে এসেছিলেন। এবার হয়ত জাতীয় দলের একাদশেও ঢুকে পড়বেন।


রাহুল ত্রিপাঠী: দীর্ঘদিন ধরেই বারবার কথা উঠছিল রাহুল ত্রিপাঠীকে নিয়ে। আইপিএলে ধারাবাহিকভাবে ভাল খেলে, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও জাতীয় দল ডাক আসছিল না। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে রাহুলের।


শার্দুল ঠাকুর: জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভাল নয় শার্দুলের। কিন্তু সিনিয়র প্লেয়াররা দলে না থাকায় এই ওয়ান ডে সিরিজে শার্দুলের সামনে বড় সুযোগ ফের একবার নিজেকে প্রমাণ করার।


কুলদীপ যাদব: চোট-আঘাত বারবার কুলদীপের কেরিয়ারে ব্যাঘাত ঘটিয়েছে। এই পরিস্থিতিতে ২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখে কুলদীপকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। ফের জ্বলে ওঠার সুযোগ চায়নাম্যানের কাছে।


মহম্মদ সিরাজ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন। এবার ওয়ান ডে সিরিজেও সিনিয়র বোলার হিসেবে খেলবেন।


দীপক চাহার: টি-টোয়েন্টি বিশ্বকাপের স্ট্য়ান্ডবাই বোলার। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে অবশ্যই থাকবেন দীপক চাহার।


রবি বিষ্ণোই: চাহাল না থাকায় নিঃসন্দেহে রবি বিষ্ণোইয়ের সামনে আরও একটা সুযোগ রয়েছে স্পিনের জাদুতে প্রতিপক্ষতে ঘায়েল করার।


অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রথম ম্যাচে মুকেশ কুমারের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে বাকি ২ ম্যাচে হয়ত তাঁর সুযোগ মিলতে পারে।