লন্ডন: এটিপি ডাবলস র্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এলেন রোহন বোপান্না (Rohan Bopanna)। ভারতের অভিজ্ঞ টেনিস তারকা সদ্য শেষ হওয়া উইম্বলডনের ডাবলসের সেমিতে (Wimbledon 2023) উঠেছিলেন। যার ফল পেলেন ক্রমতালিকাতেও। ২০১৩ সালের অক্টোবরের পর এটাই বোপান্নার সেরা র্যাঙ্কিং। রোহন বোপান্না ও তাঁর অজি পার্টনার ম্যাথু এবডেন উইম্বলডনের শেষ চারে জায়গা করে নিয়েছিলেন। ২০২৩ মরসুম শুরুর আগে ডাবলস ক্রমতালিকায় ১৯ নম্বরে স্থান ছিল ভারতীয় টেনিস তারকার। গত বছর চোটের জন্য সেভাবে কোর্টে নামতে পারেননি। এরপরই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেন বোপান্না। ডেভিস কাপেও শেষবার দেখা যাবে তাঁকে।
চলতি বছরের দুর্দান্ত ফর্মে রয়েছেন বােপান্না। গত মার্চেই এবডেনের সঙ্গে জুটি বেঁধে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স ১০০০ জিতেছিলেন। ফেব্রুয়ারিতে দু জনে মিলে কাতার ওপেনও জিতেছিলেন। ২০১৬ সালের পর প্রথমবার ক্রমতালিকায় প্রথম দশে জায়গা করে নিলেন বোপান্না।
এবারের উইম্বলডনের সেমিতে বোপান্না ও তাঁর সঙ্গী স্ট্রেট সেটে হেরে গেলেন শীর্ষবাছাই ডাচ-ব্রিটিশ জুটি ওয়েসলি কুলহফ ও নিল স্পুপস্কির কাছে। অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে ম্যাচের ফল বোপান্নাদের বিরুদ্ধে ৭-৫, ৬-৪। পুরুষ ডাবলসে ষষ্ঠ বাছাই ছিলেন বোপান্না ও এবডেন। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। একটা সময় স্কোর ছিল ৩-৩। সেখান থেকে একটি ব্রেক পয়েন্ট কাজে লাগিয়ে এগিয়ে যান কুলহফ ও স্কুপস্কি। সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়। দ্বিতীয় সেটেও অবশ্য লড়াই ছাড়েননি বোপান্না-এবডেন। শুরুতে ২-১ এগিয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু পাল্টা লড়াই করে ৫-৪ এগিয়ে যান কুলহফ ও স্কুপস্কি।
উইম্বলডনে (Wimbledon 2023) তরতরিয়ে ছুটছিল রোহন বোপান্না-ম্যাথু এবডেনের জয়রথ। পুরুষ ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। কোয়ার্টার ফাইনালের ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। তবে শেষ চারের ম্যাচে স্বপ্নভঙ্গ হল বোপান্নাদের।
উল্লেখ্য, ২০০২ সালে প্রথমবার ডেভিস কাপে খেলতে নেমেছিলেন ৪৩ বছরের বোপান্না। এটিপি ট্যুরে এখনও খেলছেন এই অভিজ্ঞ ভারতীয় তারকা। দেশের হয়ে ৩২টি টাই খেলেছেন বোপান্না। এক সাক্ষাৎকারে বোপান্না বলেন, ''আগামী সেপ্টেম্বরেই আমি আমার কেরিয়ারের শেষ ডেভিস কাপ ম্যাচে খেলতে নামব। ২০০২ সাল থেকে ভারতীয় দলে রয়েছি আমি। আমি চেয়েছিলাম নিজের হোমটাউন বেঙ্গালুরুতে খেলতে। সতীর্থদেরও বলেছিলাম। কিন্তু তা হয়ত সম্ভব হবে না।'' তিনি আরও বলেন, ''২০ বছর ধরে আমি খেলে চলেছি। আমি অধিনায়ককে বলেছি আমার সিদ্ধান্তের কথা। আমি চাই সবাই আসুক খেলা দেখতে। ৪৩ বছরেও খেলতে পারছি, এটা আমার কাছে বোনাস।'' নিজের কেরিয়ারে ১২টি সিঙ্গলস ম্যাচ ও ১০টি ডাবলস ম্যাচ জিতেছেন বোপান্না।