ধর্মশালা: বৃষ্টিতে পন্ড ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ধরমশালায় প্রচন্ড বৃষ্টিতে এক বলও খেলা হল না । হতাশ দর্শকরা । সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৮ তারিখ মোহালিতে।





আজ, ধর্মশালায় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার ভারত সফর। তিন ম্যাচের সিরিজের প্রথমটি জিতে এগিয়ে যেতে মুখিয়ে দুই শিবিরই। তবে প্রথম থেকেই ক্রিকেটপ্রেমীদের উদ্বেগে রেখেছিল বৃষ্টি। সেই আশঙ্কাই সত্যি হল।

রবিবার দুপুর থেকে ধর্মশালায় বৃষ্টি শুরু হয়। পিচ ও ৩০ গজের বৃত্ত কভারে ঢাকা ছিল। মাঠের জল নিষ্কাশনী ব্যবস্থা বেশ উন্নত মানের হওয়ায় একটাই আশা ছিল যে, বৃষ্টি থেকে গেলে, মাঠ শুকোতে বেশি সময় লাগবে না। তাই সময়ে ম্যাচ শুরু করে দেওয়ার ব্যাপারে আশাবাদী ছিল হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার কর্তারা। ম্যাচ শুরু ভারতীয় সময় ছিল সন্ধে সাতটায়। বৃষ্টি থামলে মাঠ দ্রুত খেলার উপযুক্ত করে তোলার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন কিউরেটর ও তাঁর সহকারীরা।


ম্যাচ শুরুর এক-ঘ্ণ্টা আগে, বৃষ্টি কিছুটা কমায় সেই আশা বেড়ে যায়। কিন্তু, ফের অঝোর-বর্ষণ শুরু হয়। মাঠে জল জমে যায়। ফলে, ম্যাচ বাতিল করতে বাধ্য হন অফিসিয়ালরা। এমনকী, টস পর্যন্ত করা সম্ভব হয়নি।


শনিবারও বৃষ্টি হওয়ায় বিরাট কোহলিদের প্রস্তুতি বিঘ্নিত হয়েছিল। ইন্ডোরেই নেট প্র্যাক্টিস সারতে হয়েছিল বিরাট-রোহিত শর্মাদের। ম্যাচের ধারাভাষ্য দেওয়ার জন্য ধর্মশালাতেই আছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বৃষ্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'এখন বৃষ্টি হলেও পরের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। মাঠের ড্রেনেজ সিস্টেম ভাল। তবে আজ সেটারই বড় পরীক্ষা। কিপিং ফিঙ্গার অ্যান্ড টো ক্রসড।'