ইসলামাবাদ:  গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাক দলকে সংবর্ধনা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এই অনুষ্ঠানে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-কে একহাত নিলেন পাক বোর্ডের প্রধান শাহরিয়র খান। সেইসঙ্গে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন। বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারতকে আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার চ্যালেঞ্জ জানাচ্ছি। কিন্তু ওরা খেলবে না। কারণ, আমাদের দলকে ভয় পায় তারা। ওরা বলে যে, তোমাদের সঙ্গে আইসিসি ম্যাচে খেলব, কিন্তু অন্য কোনও ম্যাচ খেলব না’।

উল্লেখ্য, লন্ডনে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আন্ডারডগ পাকিস্তান ভারতকে ১৮০ রানে হারিয়েছে।

২০০৭-এর পর পাকিস্তানের সঙ্গে ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ভারত সিরিজ না খেলায় পাক বোর্ডের আয়ে ব্যাপক প্রভাব পড়েছে। এই কারণেই পাক বোর্ড প্রধান ভারতকে এভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩-র মধ্যে পাঁচটি সিরিজ না খেলার অভিযোগে পাক বোর্ড বিসিসিআইয়ের কাছে ৩৮৭ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে।