জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যমাত্রা ৩৪৬
Web Desk, ABP Ananda | 13 Aug 2016 02:39 PM (IST)
গ্রস আইলেট: তৃতীয় টেস্টের পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য ৩৪৬ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত। জিততে হলে ৮৭ ওভারের মধ্যে এই রান তুলতে হবে জেসন হোল্ডারের দলকে। পরিস্থিতির বিচারে যা প্রায় অসম্ভব। বরং ভারতীয় বোলাররা প্রথম ইনিংসের মতো পারফরম্যান্স দেখাতে পারলে এই টেস্ট জিতে সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে। ৩ উইকেটে ১৫৭ রান নিয়ে এদিন খেলা শুরু করে ভারত। শুরু থেকে দ্রুত রান তোলাই লক্ষ্য ছিল গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মার। কিন্তু দিনের দ্বিতীয় বলেই ফিরে যান রোহিত। যদিও তাতে রানের গতি কমেনি। দ্রুত রান তুলতে গিয়ে ফিরে যান ঋদ্ধিমান সাহা (১৪), রবীন্দ্র জাদেজারা (১৬)। রবিচন্দ্রন অশ্বিন (১) ফিরে যেতেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। রাহানে ৭৮ রানে অপরাজিত থাকেন। ভারতের রান ৭ উইকেটে ২১৭। আজ ৯ ওভারে ৬০ রান করেছে ভারত। ব্যাটসম্যানরা নিজেদের কাজ করে দিয়েছেন। এবার পরীক্ষা ভারতের বোলারদের। ৮৭ ওভারের মধ্যে তাঁরা ক্যারিবিয়ানদের অলআউট করে দিতে পারেন কি না সেটাই এখন দেখার।