পোর্ট অফ স্পেন: টেস্ট ক্রমতালিকার শীর্ষে ওঠার কয়েকদিনের মধ্যেই পতন হতে চলেছে ভারতের। পারফরম্যান্স নয়, আবহাওয়া বিরূপ হওয়াতেই বিরাট কোহলির দল টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা হারাতে চলেছে। ভারতকে সরিয়ে টেস্টে এক নম্বর হতে চলেছে পাকিস্তান।
শীর্ষস্থান ধরে রাখতে গেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে জিততেই হত ভারতীয় দলকে। এই সিরিজে ভারতীয় দল ২-০ এগিয়ে। কিন্তু শীর্ষস্থান ধরে রাখতে গেলে ৩-০ জয় দরকার ছিল। তবে প্রথম দিন মাত্র ২২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি এবং ভিজে আউটফিল্ডের জন্য আর খেলাই হল না। চতুর্থ দিনের খেলাও বাতিল হয়ে গিয়েছে। ফলে জেতার সুযোগই পেল না ভারতীয় দল।
এর আগে টেস্টে এক নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ৩-০ ফলে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। তারপরেই এক নম্বরে উঠে আসে ভারত। কিন্তু শীর্ষস্থান ধরে রাখার সুযোগ পেলেন না কোহলিরা। অন্যদিকে, ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ ২-২ ড্র করে শীর্ষে উঠে আসতে চলেছে পাকিস্তান।
চতুর্থ দিনও খেলা হল না, টেস্টে শীর্ষস্থান হারানোর পথে ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
21 Aug 2016 05:53 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -