মুম্বই: অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে পারেন বিরাট কোহলিরা। রবিবার এমনই জানিয়েছেন ভারতীয় বোর্ডের এক কর্তা।


ইডেনে গত নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে নৈশালোকে টেস্ট ম্যাচ খেলেছিলেন কোহলিরা। সেটাই ছিল ভারতীয় দলের খেলা প্রথম কোনও দিন-রাতের টেস্ট ম্যাচ। সেই ম্যাচ নিয়ে তুমুল উন্মাদনা তৈরি হয়েছিল। চলতি বছরে অস্ট্রেলিয়া সফরে ফের গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলতে দেখা যেতে পারে কোহলিদের।

বোর্ডের এক কর্তা বলেছেন, ‘অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে সম্ভবত একটি দিন-রাতের ম্যাচ খেলবে ভারত।’

অজিদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচের পরই বিরাট বলেছিলেন, অস্ট্রেলিয়ার যে কোনও মাঠে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলার জন্য তাঁরা তৈরি। সে গাব্বা হোক বা পারথ।

প্রসঙ্গত, ২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্ট খেলার প্রস্তাব নাকচ করে দিয়েছিল ভারত। গত মাসে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৈঠকের পর অবশ্য ছবিটা অনেকটাই পাল্টে গিয়েছে।