একদিনের ও টি-২০ সিরিজে প্রথমসারির বোলারদের বিশ্রাম দেওয়ার ভাবনা ভারতের
Web Desk, ABP Ananda | 04 Dec 2016 10:37 AM (IST)
মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের চলতি সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে একটি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট খেলবে ভারত। সে কথা মাথায় রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, উমেশ যাদবদের বিশ্রাম দেওয়ার পথে হাঁটতে চলেছে ভারতীয় দল। পরবর্তী টেস্ট সিরিজে যাতে দলের প্রথমসারির বোলাররা তরতাজা হয়ে খেলতে পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে চলেছেন ভারতের কোচ অনিল কুম্বলে। ভারতীয় দল এখন টেস্টে এক নম্বরে আছে। কুম্বলে ও ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি এই অবস্থান বজায় রাখার উপর জোর দিচ্ছেন। সেই কারণেই একদিনের ম্যাচের থেকে টেস্টকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁরা। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে ভারত-ইংল্যান্ড সংক্ষিপ্ত ওভারের সিরিজ শুরু হচ্ছে। দু দল তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ খেলবে। সেই সিরিজে শামি, উমেশ, অশ্বিন, জাডেজার বদলে তরুণ বোলাদের সুযোগ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।