নয়াদিল্লি: পুলওয়ামায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলা উচিত নয় ভারতের। এমনই মনে করেন হরভজন সিংহ। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত নয় ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে না খেলেই বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী ভারত।’


১৬ জুন বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতের। তবে হরভজন চাইছেন না ভারতীয় দল এই ম্যাচ খেলুক। এ বিষয়ে তিনি বলেছেন, ‘এটা কঠিন সময়। আশা করি হামলার পর কঠোর ব্যবস্থা নেবে সরকার। যারা আমাদের সঙ্গে এরকম আচরণ করছে, তাদের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক রাখা উচিত নয়। দেশ সবার আগে। আমরা সবাই দেশের পাশে আছি। আমার মনে হয় বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলা উচিত নয় ভারতের। পাকিস্তানের সঙ্গে ক্রিকেট, হকি বা অন্য যে কোনও খেলাই উচিত নয়। কারণ, বারবার আমাদের সেনা জওয়ানদের মারা হচ্ছে। তাঁদের বলিদান বৃথা যেন না যায়।’