দুবাই: টেস্টে এক নম্বরে। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে দুই নম্বরে। এতদিন বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাটে এটাই ছিল ভারতের অবস্থান। আইসিসি প্রকাশিত সর্বশেষ তালিকাতেও টেস্টে একেই আছে ভারত। পয়েন্টের ব্যবধান কমিয়ে ওয়ানডেতে ইংল্যান্ডের পরেই আছে তারা। তবে টি-টোয়েন্টিতে তিন ধাপ নেমে পাঁচে এসে দাঁড়াল বিরাট কোহলির দল।


২৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল পাকিস্তান। ২৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৬১ পয়েন্ট নিয়ে  টেবিল তালিকায় যথাক্রমে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২৬০ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে বিশ্বের এক নম্বর টেস্ট দল ভারত।


উল্লেখ্য, এক ধাপ উপরে উঠে টি-টোয়েন্টি তালিকায় সাতে রয়েছে আফগানিস্তান। এক ধাপ উপরে উঠে এসেছে শ্রীলঙ্কাও। চান্দিমলদের দল এখন আটে। অবনমন হয়েছে ক্যারিবিয়ান দলের। নয়া তালিকায় গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নয়ে।