মুম্বই: ওমিক্রন আতঙ্কে এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা (south africa) সফরের জন্য দল নির্বাচন স্থগিত রেখেছে বিসিসিআই (bcci)। ওমিক্রন সংক্রমণের প্রভাব এবার ২২ গজে? এক সপ্তাহ পিছোতে পারে ভারতীয় (india cricket) ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। ১৭ ডিসেম্বর থেকে এই সফর শুরু হওয়ার কথা। সফরে তিন টেস্ট, তিনটি ওয়ান ডে খেলবে ভারতীয় দল। চারটি টি টোয়েন্টিও খেলার কথা রোহিতদের। টি-টোয়েন্টিতে রোহিত শর্মার নেতৃত্বেই যে ভারতীয় দল নামবে খেলতে, তা নিশ্চিত। কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটে কে অধিনায়ক হন এখন, তা দেখার।
ভারতেও (India) এবার করোনার নতুন প্রজাতি ওমিক্রন-হানা (Omicron)। কর্ণাটকে ২জনের শরীরে ওমিক্রনের ভাইরাস (Virus)। এই মুহূর্তে ২৯টি দেশে ৩৭৩জন ওমিক্রন-সংক্রমিত। কর্ণাটকের (Karntaka) ওমিক্রন আক্রান্ত ২জনের একজনের বয়স ৬৬। আরেকজনের বয়স ৪৬।
ওমিক্রনের হানা কি ভারতেও? গতকাল এই দুশ্চিন্তা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকারের বিবৃতি। বুধবার ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর (Press Information Bureau) তরফে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে জানানো হয়েছে, লখনউ (Lucknow) বাদ দিয়ে দেশের অন্যান্য বিমানবন্দরে রাত ১২টা থেকে বিকেল ৪ পর্যন্ত ১১টি দেশ থেকে বিমান অবতরণ করে। মোট ৩ হাজার ৪৭৬ জন দেশে এসেছেন। প্রত্যেকের আরটিপিসিআর (RT-PCR) পরীক্ষা করা হয়। যার মধ্যে ৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে নমুনা। আর এবার আশঙ্কা বাড়িয়ে দেশে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল।
এদিকে কাল ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। কানপুরের গ্রিন পার্কে শক্তিশালী ভারতীয় বোলিং লাইন আপের বিরুদ্ধে মরিয়া লড়াই করে ম্যাচ ড্র করে নিয়েছে ভারতীয় (india cricket team) ক্রিকেট দল। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল স্পিন ত্রয়ী মিলেও দ্বিতীয় ইনিংসে অল আউট করতে পারেননি ভারতীয় দলকে। সাধারণ স্পিন (spin) সহায়ক উইকেটেই (wicket) দেশের মাটিতে খেলতে নামে ভারতীয় দল। আর স্পিন দিয়েই প্রতিপক্ষকে আক্রমণের ছক কষা হয়। মুম্বইয়েও কী তেমনই হবে?
আরও পড়ুন: ফিট ঋদ্ধি, মুম্বই টেস্টের আগের দিন জানিয়ে দিলেন বিরাট