অ্যাডিলেড: বৃষ্টিতে বিঘ্নিত হল ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনের খেলা। খেলার যা গতিপ্রকৃতি তাতে বৃষ্টি বাধ না সাধলে ম্যাচের ফলাফল কার্যত অবধারিত। ম্যাচের পাল্লা ভারি ভারতের দিকেই। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ৩ উইকেটে ১৫১। ১২৭ বলে ৪০ রান করে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা। সঙ্গে আজিঙ্কা রাহানে (১)। দিনের একেবারে শেষদিকে আউট হয়ে যান অধিনায়ক বিরাট কোহলি। নাথন লিওনের বলে ১০৪ বলে ৩৪ রান করে ফিরে যান তিনি। তার আগে পূজারার সঙ্গে তাঁর জুটিতে ৭১ রান যোগ হয়। ১৪৭ রানে ভারতের তৃতীয় উইকেটের পতন হয়। অস্ট্রেলিয়ার তুলনায় এখনই ১৬৬ রানে এগিয়ে ভারত। হাতে রয়েছে ৭ উইকেট।

প্রথম ইনিংসের তুলনায় ভারতের দ্বিতীয় ইনিংস এখনও পর্যন্ত অনেকটাই গোছানো। দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরলি বিজয়ের জুটিতে ৬৩ রান যোগ হয়। ভারতীয় শিবিরে দ্বিতীয় ইনিংসে প্রথম আঘাত হানেন মিচেল স্টার্ক। তাঁর বলে ১৮ রান করে ফিরে যান বিজয়। দলের স্কোরবোর্ডে আরও ১৩ রান যোগ হওয়ার পর আউট হন ভারতের অন্য ওপেনার রাহুল। ৬৭ বলে ৪৪ রান করেন তিনি।

এর আগে তৃতীয় দিনে ২৩৫ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারত ১৫ রানের লিড পায়। প্রথম ইনিংসে ভারত করেছিল ২৫০ রান।

এদিন ৭ উইকেটে ১৯১ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। গতকালের অপরাজিত ব্যাটসম্যান মিচেল স্টার্ককে আউট করে তৃতীয় দিনে ভারতকে প্রথম সাফল্য এনে দেন জসপ্রিত বুমরাহ। স্টার্ক করেন ১৫ রান। ২০৪ রানে অস্ট্রেলিয়ার অষ্টম উইকেটের পতন ঘটে। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একাই লড়ছিলেন ট্রাভিস হেড। এদিন মহম্মদ সামির বলে ৭২ রান করে আউট হন তিনি। ১৬৭ বলে ৭২ রান করেন তিনি। ২৩৫ রানে নবম উইকেট পড়ে। পরের বলেই জোস হ্যাজেলউডকে আউট করে অজি ইনিংসে ইতি টেনে দেন সামি।

ভারতের হয়ে বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন ৩ টি করে এবং ইশান্ত শর্মা ও সামি ২ টি করে উইকেট পেয়েছেন।