নয়াদিল্লি: লাদাখ সীমান্ত নিয়ে সংঘাতের মধ্যে দাবার বোর্ডে চিনকে টেক্কা দিল ভারত। এফআইডিই অনলাইন দাবা অলিম্পিয়াডে চিনকে ৪-২ ফলে হারাল ভারতের দুই কিশোর-কিশোরী। আর প্রজ্ঞানানন্দ ও দিব্যা দেশমুখের হাত ধরে নবম তথা চূড়ান্ত প্রিলিমিনারি রাউন্ডে এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারত। অনূর্ধ্ব ২০-র বোর্ডে চারটি ড্র, দুটি জয়ের ফলেই চিনের বিরুদ্ধে এই সাফল্য। ভারত শেষ করল টপ ডিভিশন পুল এ-র শীর্ষে। কোয়ার্টারফাইনালে ২৮ আগস্ট ভারতের প্রতিদ্বন্দ্বী কারা, তা এখনও স্থির হয়নি।


১৫ বছর বয়সি প্রজ্ঞানানন্দের প্রতিদ্বন্দ্বী ছিলেন চিনের লিউ ইউয়ান। এক সময় প্রজ্ঞানানন্দ কোণঠাসা হয়ে পড়লেও দারুণ কামব্যাক করেন। ৬/৬-এ খেলা শেষ করে ম্যাচ বের করে নেন। প্রাক্তন অনূর্ধ্ব ১০ এবং অনূর্ধ্ব ১২ বিশ্ব চ্যাম্পিয়ন বিদ্যা হারিয়েছেন চিনের জিনার ঝু-কে। ভারতীয় দলের অধিনায়ক বিদিত গুজরাতি চিনা প্রতিদ্বন্দ্বী, বিশ্বের তিন নম্বর ডিং লিরেনের সঙ্গে ড্র করে তাঁকে ঠেকিয়ে রাখেন। পি হরিকৃষ্ণও ড্র করেন চিনের ইয়াঙ্গি ইউয়ের সঙ্গে। কোনেরু হাম্পির মেয়েদের বিভাগে দুনিয়ার এক নম্বর ইফান হাওয়ের সঙ্গে ফেলার ফল অমীমাংসিত থাকে। ডি হরিকাও ড্র করেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েনজুন জুয়ের সঙ্গে।

১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ থেকে ভারতই প্রথম দল হিসেবে কোয়ার্টারফাইনালে যাওয়া নিশ্চিত করল। দেশের দুনম্বর স্থানে দাবাড়ু হরিকৃষ্ণ এই জয়ী রীতিমতো উচ্ছ্বসিত। তাঁর কথায়, জুনিয়ররাই এই দারুণ জয় এনে দিল। মূল প্রজ্ঞানানন্দ এবং দিব্যার জন্যই এমনটা সম্ভব হল।

সপ্তম রাউন্ডে ভারত জর্জিয়ার বিরুদ্ধে ৪-২ ফলে জয় পায়। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ ড্র করেন লেভান পান্তসুলাইয়ার সঙ্গে। অষ্টম রাউন্ডে ভারত ৪.৫-১.৫ ফলে হারায় জার্মানিকে।