কানাডাকে ৭-৩ গোলে বিধ্বস্ত করে সুলতান আজলান শাহ কাপের ফাইনালে ভারত
Web Desk, ABP Ananda | 27 Mar 2019 08:56 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
ইপো (মালয়েশিয়া): কানাডাকে ৭-৩ গোলে উড়িয়ে দিয়ে সুলতান আজলান শাহ কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। অন্য ম্যাচে আয়োজক দেশ মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ কোরিয়াও ফাইনালে পৌঁছে গেল। শনিবার ফাইনাল। এখনও পর্যন্ত পাঁচবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দক্ষিণ কোরিয়া একবার ভারতের সঙ্গে যুগ্মভাবে এবং একবার এককভাবে আজলান শাহ কাপ জিতেছে। আজ কানাডার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই ভারতের দাপট ছিল। হ্যাটট্রিক করেন মনদীপ সিংহ। বাকি গোলগুলি করেন বরুণ কুমার, অমিত রোহিদাস, বিবেক প্রসাদ ও নীলকান্ত শর্মা। প্রথমার্ধের শেষে ৪-০ এগিয়েছিল ভারত। এরপর কানাডা ব্যবধান কমায়। এরপর ভারত পঞ্চম গোল করে। কানাডা ফের ব্যবধান কমায়। ভারত ষষ্ঠ গোল করার পর কানাডা ফের একটি গোল দেয়। তবে শেষদিকে ভারত ব্যবধান বাড়ায়।