নয়াদিল্লি: আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে কবাডি বিশ্বকাপ। আয়োজক দেশ ছাড়াও খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইরান, পোল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, জাপান ও কেনিয়া। বিশ্বকাপের তারিখ অবশ্য এখনও ঠিক হয়নি।

 

আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের সভাপতি জনার্দন সিংহ গেহলট বলেছেন, সারা বিশ্বেই কবাডি দ্রুত জনপ্রিয় হচ্ছে। বিশ্বকাপের মাধ্যমে কবাডিকে আরও ছড়িয়ে দেওয়া যাবে বলে আশা করছেন তাঁরা। প্রো কবাডি লিগে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়রা খেলছেন। এর ফলেই বোঝা যাচ্ছে, কবাডি সব দেশেই জনপ্রিয়।

 

১৯৯০ থেকে এশিয়ান গেমসে কবাডি যুক্ত হয়েছে। প্রথমবার থেকে এখনও পর্যন্ত সবকটি সোনা ভারতই জিতেছে। তবে অলিম্পিকে এখনও যুক্ত হয়নি কবাডি।