কিংস্টন: জামাইকা টেস্টের দ্বিতীয় দিনে শতরান করে শুধু দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়াই নয়, ব্যক্তিগত নজিরও গড়ে ফেললেন তরুণ ওপেনার লোকেশ রাহুল। তিনিই প্রথম ভারতীয় ব্যাটসম্যান, যিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথম টেস্ট ইনিংসেই শতরান করলেন।

 

এর আগে ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্ট ইনিংসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান ছিল অজয় জাদেজার। ১৯৯৬-৯৭ সালে পাঁচ টেস্টের সিরিজের চতুর্থ টেস্টে তিনি ৯৬ করেছিলেন। শতরান করে প্রাক্তন তারকাকে টপকে গেলেন রাহুল।

প্রথম দিনের শেষে ৭৫ রানে অপরাজিত ছিলেন রাহুল। দ্বিতীয় দিনের শুরুটা সতর্কভাবে করেন তিনি। তবে লাঞ্চের আগেই শতরান পূরণ করেন। শেষপর্যন্ত ১৫৮ রান করে আউট হন রাহুল। তবে তার আগেই তিনি ইতিহাসে নিজের নাম খোদাই করে ফেলেছেন।