নয়াদিল্লিঃ চলতি বছরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। টেস্ট ম্যাচের প্রতি দর্শকদের আকর্ষণ বাড়ানোর লক্ষ্যে এই প্রথম গোপালি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলবেন কোহলিরা।


এই টেস্ট ম্যাচের আগে দলীপ ট্রফিতে পরীক্ষামূলকভাবে গোলাপি বল ব্যবহার করা হবে। উপমহাদেশের পরিবেশে দিন-রাতের টেস্ট ম্যাচে গোলাপি কোকাবুরা বল কেমন আচরণ করে সেটা দলীপ ট্রফির ম্যাচগুলির মাধ্যমেই বুঝে নেওয়া যাবে বলে মনে করছে বিসিসিআই। বোর্ড সচিব অনুরাগ ঠাকুর বলেছেন, ‘আমরা চলতি বছরেই গোলাপি বলে একটি দিন-রাতের টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছি। তার আগে দলীপ ট্রফিতে এই দিন-রাতের টেস্ট ম্যাচের মহড়া হয়ে যাবে।’

ঐতিহাসিক এই টেস্ট কোথায় খেলা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বোর্ড সচিবের মতে, শিশির ফ্যাক্টর, ভারতের পিচে স্পিনাররা গোলাপি কোকাবুরা বলে কীরকম বল করছেন সেসব দেখেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারত এতদিন দেশের মাটিতে টেস্ট ম্যাচে এসজি বলেই খেলত। কিন্তু দিন-রাতের টেস্ট ম্যাচটি কোকাবুরা বলে খেলা হবে। বোর্ডের মতে, এসজি বলের চেয়ে কোকাবুরার গোলাপি বলের মান অনেক ভালো। সেই কারণেই প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচটি কোকাবুরা বলেই খেলা হবে।

গোলাপি বলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ভারতের প্রথমসারির সব ক্রিকেটারই এবারের দলীপ ট্রফিতে খেলবেন বলে আশা করা হচ্ছে।