এবারের প্রতিযোগিতায় একটি ম্যাচই হেরেছিল ভারত। সেটা ছিল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। আর কোনও ম্যাচেই সমস্যায় পড়তে হয়নি ভারতকে। সেমিফাইনালে তাইল্যান্ডকে উড়িয়ে দেয় ভারত। ফাইনালে গত দু বারের চ্যাম্পিয়নরাই হট ফেভারিট ছিল। তবে ইরান দারুণ লড়াই করেছে। প্রথম থেকেই হাড্ডাহাড্ডি ম্যাচ চলছিল। একসময় এগিয়েও যায় ইরান। প্রথমার্ধের বিরতির সময় ইরানের পক্ষে ফল ছিল ১৮-১৩। তবে দ্বিতীয়ার্ধে অসাধারণ লড়াই করে ম্যাচে ফিরে আসে ভারত। শেষপর্যন্ত ৩৮-২৯ ফলে ম্যাচ জিতে নেয় ভারত। ১২ পয়েন্ট নিয়ে ফাইনালের নায়ক অজয় ঠাকুর। নীতীন তোমরও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।
কবাডি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল, প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। ট্যুইটে ইংল্যান্ডকে খোঁচা দিয়ে সহবাগ বলেছেন, ‘ভারত কবাডির আবিষ্কার করেছে এবং আটবার চ্যাম্পিয়ন হল। আর একটা দেশ ক্রিকেট আবিষ্কার করেছে এবং তারা এখনও ছাপার ভুল সংশোধন করে চলেছে।’