জার্মান ক্লাব দলকে পাঁচ গোল ভারতের অনূর্ধ্ব-১৬ দলের
Web Desk, ABP Ananda | 31 Jul 2016 10:32 AM (IST)
নয়াদিল্লি: জার্মানির ক্লাব দল স্পোর্টফ্রানডে সিজেন এফসি-কে ৫-০ গোলে উড়িয়ে দিল ভারতের অনূর্ধ্ব-১৬ দল। জোড়া গোল করেছে কোমল। একটি করে গোল করেছে আমন ছেত্রী, নরেন্দ্র ও রাকিপ। খেলার শুরু থেকেই ভারতের ছোটদের দাপট ছিল। ১৪ মিনিটে প্রথম গোল করে কোমল। প্রথমার্ধের শেষদিকে ব্যবধান বাড়ায় আমন। দ্বিতীয়ার্ধে পাঁচটি বদল করেন ভারতের কোচ নিকোলাই অ্যাডামস। ৫১ মিনিটে পেনাল্টি পেয়েছিল জার্মান দলটি। তবে তারা সুবর্ণ সুযোগ নষ্ট করে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি জার্মানরা। ভারত আরও তিনটি গোল করে।