নয়াদিল্লি: এশিয়ান হকি ফাইভ এস (Asian hockey 5s World Cup Qualifier) বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশকে বড় ব্যবধানে পরাজিত করল ভারত। ওমানের হোস্টিংয়ে দারুণ একটি ম্যাচ খেলে সকলের নজর কেড়েছে ভারতীয় হকি দল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেই দুরন্ত জয় পেয়েছে ভারত। ১৫-১ গোলে বাংলাদেশকে বিধ্বস্ত করল ভারত।
মনিন্দর সিংহ ও মহম্মদ রহিলের যুগলবন্দিতে বাংলাদেশ দলের বিরুদ্ধে দুরন্ত হকি খেলতে শুরু করে ভারত। প্রতিপক্ষ দলের উপর ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ভারতের। এদিন বাংলাদেশ দলকে ১৫-১ গোলে হারাল ভারত। যদিও বাংলাদেশ প্রথম গোল করে। তারপর ভারত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। গোলের বন্যা শুরু হয় কার্যত।
ভারতীয় হকি দল এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। টিম ইন্ডিয়া বর্তমানে এশিয়ান হকি 5S বিশ্বকাপ বাছাইপর্বে বিশ্বের বিভিন্ন দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল হকি দল। মনিন্দর সিংহ চারটি গোল করেন। মহম্মদ রাহিল হ্যাটট্রিক করেন।
ভারতীয় দল মঙ্গলবার এশিয়ান হকি 5এস বিশ্বকাপ বাছাইপর্বে অভিযান শুরুই করল অপ্রতিরোধ্যভাবে। বাংলাদেশকে ১৫-১ গোলে পরাজিত করেছে ভারতীয় হকি দল। বাংলাদেশ প্রথমে গোল করলেও এরপর আর কোনও সুযোগ পায়নি তারা। মনিন্দর ও রাহিলের অসাধারণ খেলেছেন। মনিন্দর ১০ মিনিটে, ১৮ মিনিটে, ২৮ মিনিটে এবং ৩০ মিনিটে গোল করেন। রাহিল ২ মিনিট, ১৫ মিনিট এবং ২৪ মিনিটে গোল করে দলের ব্যবধান বাড়ান। তাঁরা দুজন ছাড়াও সুখবিন্দর ম্যাচের ১৩তম মিনিটে ও ২২তম মিনিটে দুটি গোল করেন। গুরজ্যোৎ সিংহ ১৩ ও ২৩ মিনিটে দুটি গোল করেন। এছাড়াও পবন রাজভর ম্যাচের ১৯ ও ২৬ মিনিটে দুটি গোল করেন। এছাড়াও মনদীপ মোর এবং দীপসান তিরকে একটি করে গোল করেন।
বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন সাভন সরোবর। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে প্রথমে দলকে এগিয়ে দিয়েছিলেন সাভন। বুধবার দুটি ম্যাচ খেলবে ভারত। প্রথমে তারা ওমানের মুখোমুখি হবে। তারপর তারা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। বৃহস্পতিবার মালয়েশিয়া ও জাপানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: সবকিছু অর্জন করে ফেলেছি, এমনটা কখনওই মনে করি না আমি: নীরজ চোপড়া
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন