সিডনি: এক ম্যাচ বাকি থাকতেই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ভারতীয় দল সিরিজ হারিয়ে এখন হোয়াইটওয়াশের আশঙ্কায়। শেষ ম্যাচ জিততে না পারলে লজ্জায় পড়তে হবে বিরাট কোহলিদের।

সিরিজের প্রথম ম্যাচে ৬৬ রানে হেরে গিয়েছিল ভারতীয় দল। আজ হারল ৫১ রানে। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার রান পূর্ণ করলেন ভারতের অধিনায়ক। ৮৯ রান করেন বিরাট। কিন্তু তা সত্ত্বেও তাঁর পক্ষে ভারতীয় দলকে জেতানো সম্ভব হয়নি। পরপর দুই ম্যাচে শতরান করে অস্ট্রেলিয়াকে জিতিয়ে নায়ক হয়ে গেলেন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। এদিন ৪ উইকেটে ৩৮৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ভারতীয় দল ৯ উইকেটে ৩৩৮ রান করে।

আজ সিডনিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ। ইনিংসের শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার ফিঞ্চ-ওয়ার্নার। ওপেনিং জুটিতে যোগ হয় ১৪২ রান। ওয়ার্নার ৮৩ ও ফিঞ্চ ৬০ রান করেন। এরপর তিন নম্বরে নামা স্মিথ শতরান করেন। তাঁর ৬৪ বলে ১০৪ রানের ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও দু’টি ছক্কা। প্রথম ম্যাচেও শতরান করেছিলেন তিনি। ফের তাঁর ব্যাট থেকে এল দুরন্ত ইনিংস। একদিনের আন্তর্জাতিকে এটি তাঁর একাদশতম শতরান।

স্মিথ ফিরে যাওয়ার পর শেষদিকে অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্নাস লাবুশেন। তাঁরা দলকে রানের পাহাড়ে নিয়ে যান। লাবুশেন শেষপর্যন্ত ৭০ রান করে আউট হন। তবে ম্যাক্সওয়েল ২৯ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও চারটি ছক্কা।


ভারতের কোনও বোলারই উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারেননি। সাতজন বোলারকে আক্রমণে আনেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সবাই প্রচুর রান দেন। মহম্মদ শামি ৯ ওভারে ৭৩ রান দেন। তিনি একটি উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ১০ ওভারে ৭৯ রান দিয়ে একটি উইকেট নেন। নবদীপ সাইনি ৭ ওভারে ৭০ রান দেন। যুজবেন্দ্র চাহল ৯ ওভারে ৭১ রান দেন। তিনি কোনও উইকেট পাননি। রবীন্দ্র জাডেজা কিছুটা কম রান দেন। তিনি ১০ ওভারে দেন ৬০ রান। কোনও উইকেট পাননি। ময়ঙ্ক অগ্রবাল এক ওভার বল করে ১০ রান দেন। হার্দিক পাণ্ড্য বেশি রান দেননি। তিনি ৪ ওভার বল করে ২৪ রান দেন। একটি উইকেট নেন হার্দিক।


রান তাড়া করতে নেমে ভারতীয় দলের শুরুটা খারাপ হয়নি। দুই ওপেনার ময়ঙ্ক অগ্রবাল (২৮) ও শিখর ধবন (৩০) কিছুটা লড়াই করেন। তিন নম্বরে নামা বিরাট অস্ট্রেলিয়াকে পাল্টা চাপে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তিনি সাতটি বাউন্ডারি ও দু’টি ছক্কা মারেন। চার নম্বরে নামা শ্রেয়স আয়ার করেন ৩৮ রান। পাঁচ নম্বরে নেমে ভাল খেলেন কে এল রাহুল (৭৬)। তিনি চারটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা মারেন। হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা শেষদিকে কিছুটা লড়াই করেন। কিন্তু ৪৭-তম ওভারে পরপর দু’বলে তাঁদের ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন প্যাট কামিন্স। জাডেজা ১১ বলে ২৪ এবং হার্দিক ৩১ বলে ২৮ রান করেন। শামি ১ রান করেন। বুমরাহ কোনও রান করতে পারেননি। নবদীপ ১০ ও চাহল ৪ রানে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন কামিন্স। দু’টি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা। একটি করে উইকেট নেন মোজেস হেনরিক্স ও ম্যাক্সওয়েল।