ব্রিসবেন: গাব্বায় ইতিহাস সৃষ্টি করল ভারত। রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ভারত।  শুভমান গিল, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থদের  এই সাফল্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্যুইটারে লিখেছেন, অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সাফল্যের জন্য আমরা সবাই খুব আনন্দিত। ওঁদের অফুরন্ত প্রাণশক্তি সব সময়ই নজরে পড়েছে। ভারতীয় দল নিজেদের লক্ষ্যে অবিচল ছিল। দলকে অনেক শুভেচ্ছা। ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল।



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ট্যুইটার হ্যান্ডেলে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতে এই ঐতিহাসিক জয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল। এই চেষ্টার জন্য আমরা সবাই খুব গর্বিত। জয় হিন্দ।



শুভমান গিল, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থদের দাপটে প্রায় অসম্ভবকে সম্ভব করে ৩২৮ রান তাড়া করে ম্যাচ জিতল ভারত। সেইসঙ্গে চার ম্যাচের  সিরিজ ২-১  জিতে নিল। শুভমন ও পূজারার জুটিতে জয়ের গন্ধ পায় ভারত। সেই আশা আরও জাগিয়ে তোলে ঋষভের ব্যাটিং। শেষপর্যন্ত গাব্বায় টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বাজিমাৎ ভারতের। ভাঙা দল নিয়েও অস্ট্রেলিয়াকে বেদম করে সিরিজ জিতে নিল ভারত।  পন্থ অপরাজিত থেকে গেলেন ৮৯  রানে। চার মেরে জয় এনে দিলেন তিনি।  শেষপর্বে তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অভিষেক টেস্টে প্রথম ইনিংসে দুরন্ত অর্ধশতরানকারী ওয়াশিংটন সুন্দর।

গাব্বার পঞ্চম দিনের পিচে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ৩২৪ রান।  গতকাল অস্ট্রেলিয়া ভারতের সামনে ৩২৮ রানের লক্ষ্য রেখেছিল। দিনের শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ৪। পঞ্চম দিন সকালে রোহিত শর্মা দ্রুত ফিরে গেলেও এতটুকু না দমে ইনিংস এগিয়ে যান শুভমান গিল ও চেতেশ্বর পূজারা।  পূজারা একদিকে ক্রিজ আঁকড়ে পড়েছিলেন। অন্যদিকে, তরুণ শুভমন রান এগিয়ে নিয়ে চলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। ফলে অস্ট্রেলিয়াই চাপে পড়ে যায়। শুভমানদের দাপটে আক্রমণাত্মক রণনীতি নিতে পারেনি আয়োজক দল। অন্যদিকে, পূজারা ও শুভমানের জুটিতে ডিফেন্স ও আক্রমণের যুগলবন্দী  ভারতের জয়ের আশা জাগিয়ে তোলে। কিন্তু একেবারে সেঞ্চুরি দোরগড়া থেকে ফিরে যান শুভমান।  ১৪৬ বলে ৯১ রানের দুরন্ত ইনিংস খেলে নাথন লায়নের বলে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।