পাশাপাশি ম্যাচের নায়ক ঋষভ পন্থের উচ্ছ্বসিত প্রশংসা করেন শাস্ত্রী। মজা করে তিনি বলেন, 'ঋষভ, তুমি যেভাবে ব্যাট করো, মানুষের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হয়।' ড্রেসিংরুমে তখন হাসির জোয়ার। সেই সঙ্গে শুভমন গিল থেকে শুরু করে চেতেশ্বর পূজারা, প্রত্যেক ক্রিকেটারের নাম ধরে ধরে প্রশংসা করেন শাস্ত্রী।
এর আগে গাব্বায় চতুর্থ ইনিংসে ২৩৬ এর বেশি রান করতে পারেনি কোন দলই। কিন্তু মঙ্গলবার ভারত ৩২৯ রান তাড়া করে তিন উইকেটে ম্যাচ জেতে। তারপর ড্রেসিংরুমে ক্রিকেটারদের শাস্ত্রী বলেন, 'তোমাদের কৃতিত্ব দেখে শুধু ভারতের সকলে নয়, গোটা বিশ্ব দাঁড়িয়ে কুর্নিশ করবে।' বর্ডার-গাওস্কর ট্রফিতে জয়ের পর রবি শাস্ত্রীর মন্তব্য, 'হেরে যাওয়া আমাদের অভিধানে নেই। সেটাই আজ টিম ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে।' তিনি কৃতিত্ব দেন প্রতম টেস্ট খেলে দেশে ফিরে যাওয়া বিরাট কোহলিকেও। শাস্ত্রী বলেন, 'বিরাট হয়ত আজকে আমাদের সঙ্গে ছিল না। কিন্তু, ওর নেতৃত্ব দেওয়ার স্পিরিট গোটা টিমকে চাঙ্গা রেখেছিল। তারই প্রতিফলন মাঠে দেখা গিয়েছে। অজিঙ্ক রাহানে অবিশ্বাস্য পারফর্ম করেছে।'
সেই সঙ্গে ম্যাচের শেষে শাস্ত্রী বলেন, ‘‘আমি সাধারণত খুব আবেগপ্রবণ নই। কিন্তু, ভারতের ইতিহাসে শ্রেষ্ঠ টেস্ট সিরিজ জয়ের পর আমি চোখের জল ধরে রাখতে পারিনি।’’ তার সঙ্গে তিনি বলেন, ‘‘একদিকে কোভিড পরিস্থিতি অন্যদিকে এত চোট। তার সঙ্গে ৩৬ রানে অল আউট হওয়ার পর এভাবে ঘুরে দাঁড়ান। এটা অবিশ্বাস্য।’’