ব্রিসবেন: কেউ সিরিজ শুরুর আগে, কেউ আবার অ্যাডিলেডে প্রথম টেস্টে ৩৬ রানে অল আউটের লজ্জার পর। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই পূর্বাভাস করেছিলেন যে, টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হতে হবে ভারতকে। সেই সমস্ত প্রাক্তন তারকাদের এখন নিজের কথা গিলতে হচ্ছে। ২-১ ব্যবধানে বর্ডার-গাওস্কর ট্রফি জিতে দেশে ফিরছেন ভারতীয় ক্রিকেটারেরা। আর সিরিজ জয় সমাপ্ত হওয়ার পরই সেই সমস্ত প্রাক্তনদের জবাব দিলেন আর অশ্বিন। ফিরিয়ে দিলেন তীব্র বিদ্রুপ।

অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে পরাজয়ের লজ্জা হজম করতে হয়েছিল ভারতকে। হারের যন্ত্রণা আরও বাড়িয়েছিল ৩৬ রানে অল আউটের কলঙ্ক। তার ওপর পিতৃত্বকালীন ছুটি নিয়ে ভারতে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। সে সময় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং বলেছিলেন, 'হোয়াইটওয়াশের দারুণ সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার সামনে। এরকম হারের পর কোহলিহীন ভারতকে ঘুরে দাঁড় করানোর কেউ নেই।' মার্ক ওয় বলেছিলেন, 'অ্যাডিলেডে তৃতীয় দিন অস্ট্রেলিয়ার সামনে ধুয়ে যাওয়ার পর ভারত কীভাবে ঘুরে দাঁড়াবে বুঝতে পারছি না। অস্ট্রেলিয়া ৪-০ জিতবে।' মাইকেল ক্লার্ক বলেছিলেন, 'কোহলিহীন এই ভারতীয় ব্যাটিংকে পরের দুই টেস্টে কল্পনা করতে পারছেন! ওরা তীব্র সমস্যায়।' অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ব্র্যাড হ্যাডিন বলেছিলেন, 'ভারতের টেস্ট জেতার সবচেয়ে ভাল সুযোগ ছিল অ্যাডিলেডে। মনে হয় না ওরা আর ঘুরে দাঁড়াতে পারবে।' পিছিয়ে ছিলেন না ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও। তিনি বলেছিলেন, 'বলেইছিলাম। ভারত দুরমুশ হবে টেস্ট সিরিজে। ৪-০ হবে।'



মঙ্গলবার সব পূর্বাভাস উল্টে সিরিজ জয়ের পর অশ্বিন ট্যুইট করেন, 'লেফ্ট হ্যান্ড সাইড ইজ নট ইক্যুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ইউরস হ্যাপিলি ভারতের অস্ট্রেলিয়া সফর ২০২০-২১। গত চার সপ্তাহে এত ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ।' সঙ্গে একটি ছবি পোস্ট করেন অশ্বিন। যেখানে পন্টিং, ক্লার্ক, মার্ক ওয়, হ্যাডিন ও ভনের করা পূর্বাভাসও রয়েছে। অশ্বিন বুঝিয়ে দেন যে, সমস্ত কটাক্ষের জবাব তাঁরা মাঠের পারফরম্যান্সে দিয়ে দিয়েছেন। ভারতীয় দলকে মানসিকভাবে কোণঠাসা করার চেষ্টাকে যে তিনি 'ভালবাসা' বলে পাল্টা বিদ্রুপ করেছেন। অশ্বিনের ট্যুইটটি ভাইরাল হয়ে গিয়েছে। লাইক করেছেন প্রায় ২ লক্ষ ক্রিকেটভক্ত। কমেন্ট ও রিট্যুইটও হয়েছে অজস্র।

পন্টিং-মার্ক ওয়রা এবার কী বলেন, দেখার অপেক্ষায় সকলে।