কাতার: ঠিক ১৩ মাস আগে এই কাতারেই লিওনেল মেসিদের (Lionel Messi) রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের শেষ ষোলো পর্বের সেই ম্যাচে মেসিরা জিতলেও, কষ্টার্জিত ছিল সেই জয়। আর্জেন্তিনা ২-১ গোলে জিতে উঠেছিল কোয়ার্টার ফাইনালে।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) ম্যাচে প্রাণপণ লড়াই করলেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। তবে কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে শেষ হাসি হাসলেন সকারুজ়রাই। ভারতকে ২-০ গোলে হারিয়ে দিল অস্ট্রেলিয়া।


ফিফা ক্রমতালিকায় অস্ট্রেলিয়া ২৫ নম্বরে। ভারত ১০২। কাগজে কলমে বিশাল ফারাক। মাঠের লড়াইয়ে সুনীল ছেত্রী, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গানরা কেমন পারফর্ম করেন, সে দিকেই নজর ছিল সকলের। নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিই জিতেছে অস্ট্রেলিয়া। তেমনই শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটি জিতেছিল ভারতীয় ফুটবল দল। গত বছর ভারতীয় ফুটবল দল দুর্দান্ত পারফর্ম করেছে। তবে সেটা ঘরের মাঠে। শনিবার ব্লু টাইগার্সদের লড়াই ছিল কাতারে। সেখানে প্রথমার্ধে সেয়ানে সেয়ানে লড়াই হয়। প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্যভাবে। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারতকে জোরাল ধাক্কা দেয় অস্ট্রেলিয়া। জোড়া গোল করে ভারতের অঘটনের স্বপ্নে জল ঢেলে দেয় অস্ট্রেলিয়া।


অথচ ম্যাচে এগিয়ে যেতে পারত ভারতই। অনবদ্য একটা সুযোগ এসে গিয়েছিল ম্যাচের ১৬ মিনিটে। ভারত লিড নিতেই পারতো। লালরিনজুয়ালা ছাংতে নিজের গতিতে প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন। ডান দিক থেকে আসা ক্রসে ফ্লাইং হেড করেন সুনীল ছেত্রী। অল্পের জন্য তা বাইরে যায়। এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে ভারত।


প্রথমার্ধের যাবতীয় লড়াই এক মুহূর্তের ভুলে নষ্ট হয়। মার্টিন বয়েলের সেন্টার গ্রিপ করার বদলে পাঞ্চ করেছিলেন ভারতের গোলকিপার গুরপ্রীত সিংহ সাঁধু। ফিরতি বলে শট জ্যাকসন আরভিনের। সোজা জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া।


ম্যাচের ৭২ মিনিটে দুই পরিবর্ত প্লেয়ারের সৌজন্যে দ্বিতীয় গোল অস্ট্রেলিয়ার। রাইলি ম্যাকগ্রির মাইনাস থেকে আনমার্কড জর্ডন বসের হালকা টাচে গোল হয়। ২-০ এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।


আরও পড়ুন: Avishek Das: ফাইনালে ভারতের স্বপ্নভঙ্গ ঘটানো বাঙালি ক্রিকেটার ৪ বছর মাঠের বাইরে! ২২ গজে ফিরবেন কবে?




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে