Live Updates: ব্যর্থ হার্দিক-ধবনের লড়াই, প্রথম ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬৬ রানে পরাজিত ভারত

একদিনের সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। ভারত এই ম্যাচে তিন পেসার ও এক স্পিনার নিয়ে নামছে। দলে রয়েছেন দুই পেসার মহম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ, সঙ্গে নভদীর সাইনি। একমাত্র স্পিনার যুজবেন্দ্র চাহল। রয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ড্য।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Nov 2020 10:32 PM
India Vs Australia Final Score: পরাজয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করলেন বিরাট কোহলিরা। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৬৬ রানে হারাল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ৩৭৪/৬ স্কোর তাড়া করতে নেমে ভারত আটকে গেল ৩০৮/৮-এ। হার্দিক পাণ্ড্য ৭৬ বলে ৯০ ও শিখর ধবন ৮৬ বলে ৭৪ রান করলেও শেষরক্ষা হয়নি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৪ উইকেট অ্যাডাম জাম্পার। জশ হ্যাজলউড নিয়েছেন ৩ উইকেট। ৬৬ বলে ১০৫ রান করে ম্যাচের সেরা হয়েছেন স্টিভ স্মিথ।
India Vs Australia: অস্ট্রেলিয়ার ৩৭৪/৬ স্কোর তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল ভারত। ময়ঙ্ক অগ্রবাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ও কে এল রাহুলের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে পাল্টা লড়াই হার্দিক পাণ্ড্য ও শিখর ধবনের। ৮৬ বলে ৭৪ রান করে ফিরলেন ধবন। ৬৭ বলে ৮১ রানে ক্রিজে হার্দিক। ভারতের স্কোর ৩৫ ওভারে ২৩১/৫। ম্যাচ জিততে ৯০ বলে আর ১৪৪ রান প্রয়োজন টিম ইন্ডিয়ার।
১২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রাহুলও। জাম্পার বলে আউট হলেন তিনি। ১০১ রানে চার উইকেট হারাল ভারত।
ক্রিজে বেশিক্ষণ টিকতে পারলেন না শ্রেয়স। মাত্র ২ রান করে হ্যাজেলউডের শিকার হলেন তিনি। ৮০ রানে তিন উইকেট হারিয়ে চাপে ভারত।
২১ রান করে আউট কোহলি। ৯.৩ ওভারে ৭৮ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত
১৮ বলে ২২ রান করে হ্যাজেলউডের বলে আউট মায়াঙ্ক। ৫৩ রানে প্রথম উইকেটের পতন ভারতের।
৪.১ ওভারে ৫০ রান পূর্ণ ভারতের।
আগ্রাসী মেজাজে ইনিংসের সূচনা ভারতের দুই ওপেনার শিখর ধবন ও ময়াঙ্ক অগ্রবালের। প্রথম তিন ওভারেই ৩৯ রান তুলল ভারত। দুই ব্যাটসম্যানই ১৫ রান করে ক্রিজে রয়েছেন।

ভারতের সামনে জয়ের জন্য ৩৭৫ রানের লক্ষ্য রাখল অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৭৪ রান করে অস্ট্রেলিয়া। দুরন্ত সেঞ্চুরি স্মিথ ও ফিঞ্চের। হাফসেঞ্চুরি ওয়ার্নারের। ভারতের কোনও বোলারই তেমন দাগ কাটতে পারলেন না। শামি ৫৯ রানে ৩ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন বুমরাহ, চাহল ও সাইনি। জাডেজা ১০ ওভারে ৬৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। উইকেট পেলেও মার খেয়েছেন বুমরাহ, চাহল ও সাইনিরা। বুমরাহ ১০ ওভারে দিয়েছেন ৭৩ রান, চাহল ৮৯ রান ও সাইনি ৮৩ রান।
শেষ লগ্নে স্মিথকে আউট করলেন শামি। ৬৬ বলে ১০৫ রান করে থামেন তিনি।
৬২ বলে সেঞ্চুরি স্মিথের। একদিনের ক্রিকেটে দশম শতরান। অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় দ্রুততম শতরান এল স্মিথের ব্যাট থেকে।
১৯ বলে ৪৫ রান করে শামির বলে আউট ম্যাক্সওয়েল। ৩২৮ রানে চতুর্থ উইকেটের পতন হয়। এরপর লাবুশানেকে আউট করেন সাইনি। লাবুশানে করেন ২ রান। ৪৬ ওভারে অস্ট্রেলিয়ার রান পাঁচ উইকেটে ৩৩৬। ক্রিজে স্মিথ (৮৫) ও কেরি।
৪৪ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৩১৭। ১৬ বলে ৪১ রান করে ক্রিজে ম্যাক্সওয়েল। সঙ্গে স্মিথ (৭৪)।

১১৪ রান করে ফিঞ্চ আউট হওয়ার পর প্যাভিলিয়নে ফিরলেন আরও এক অজি ব্যাটসম্যান। বুমরাহর বলে আউট হন ফিঞ্চ। দলের ২৬৪ রানে আউট হন ফিঞ্চ। এরপর চাহল ফেরান স্টোয়নিসকে। ২৭১ রানে তৃতীয় উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। ৪২ ওভারের শেষে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ২৮০। ক্রিজে রয়েছেন স্মিথ ও ম্যাক্সওয়েল।
বড় রানের পথে অস্ট্রেলিয়া। ৩৪ ওভারেই তাদের রান ২০০ ছাড়িয়ে যায়। ফিঞ্চ সেঞ্চুরির দোরগোড়ায়। ৩৫ ওভারে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ২০৯। ফিঞ্চের সঙ্গে ক্রিজে রয়েছেন স্মিথ।
ওয়ার্নারকে ফিরিয়ে ভারতকে প্রথম ব্রেক থ্রু দিলেন শামি। ৬৯ রানে আউট হলেন ওয়ার্নার। ২৭.৫ ওভারে ১৫৬ রানে প্রথম উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার।
বিধ্বংসী মেজাজে স্মিথ। জাডেজার ওভারে তিনটি বাউন্ডারির পর শামির ওভারেও পরপর দুটি বাউন্ডারি এল তাঁর ব্যাট থেকে। ৩৮ ওভারে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ২৩৮।

১১৪ রান করে ফিঞ্চ আউট হওয়ার পর প্যাভিলিয়নে ফিরলেন আরও এক অজি ব্যাটসম্যান। বুমরাহর বলে আউট হন ফিঞ্চ। দলের ২৬৪ রানে আউট হন ফিঞ্চ। এরপর চাহল ফেরান স্টোয়নিসকে। ২৭১ রানে তৃতীয় উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। ৪২ ওভারের শেষে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ২৮০। ক্রিজে রয়েছেন স্মিথ ও ম্যাক্সওয়েল।
ফিঞ্চ ও ওয়ার্নারের জুটিতে দুরন্ত শুরু অস্ট্রেলিয়ার। দুজনেই হাফসেঞ্চুরি করে ক্রিজে রয়েছেন। ২৪ ওভারে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ১২৭।
১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ৭৬। ক্রিজে ক্রমশ জমে উঠছেন ওয়ার্নার-ফিঞ্জ জুটি। দুজনেই ইতিমধ্যেই ৩০-র বেশি করে স্কোর করেছেন।
৯ ওভারের শেষে অস্ট্রেলিয়ার রান ৪৯ রান।শুরুটা বেশ সতর্কতার সঙ্গে করেছেন ফিঞ্চ ও ওয়ার্নার। দলের ভিত মজবুত করার লক্ষ্যে পিচে রয়েছেন তাঁরা।

পঞ্চম ওভারে ১০ রান দেন শামি। এরপর বুমরাহর ওভারে একটি চার সহ আসে পাঁচ রান। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেট ৩২।
ভারতের হয়ে বোলিং আক্রমণের সূচনা করেন শামি। প্রথম ওভারে ১ রান দেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করছেন ফিঞ্চ ও ওয়ার্নার। বুমরার প্রথম ওভারের শেষ বলে চার মারেন ওয়ার্নার। তৃতীয় ওভারেও মাত্র ১ রান আসে শামির বোলিংয়ে। চতুর্থ ওভারের প্রথম বলে বুমরাহকে চার মারেন ফিঞ্চ। চার ওভার শেষে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ১৭। চতুর্থ ওভারের শেষ বলে অল্পের জন্য রান আউট থেকে রক্ষা পেলেন ওয়ার্নার।

প্রেক্ষাপট

সিডনি: একদিনের সিরিজের প্রথম ম্যাচে   টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। ভারত এই ম্যাচে তিন পেসার ও এক স্পিনার নিয়ে নামছে। দলে রয়েছেন দুই পেসার মহম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ, সঙ্গে নভদীর সাইনি। একমাত্র স্পিনার যুজবেন্দ্র চাহল। রয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ড্য।

সিডনিতে এই ম্যাচ দিয়ে শুরু  ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের একদিনের সিরিজ। বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া বিগত সফরে একদিনের সিরিজে ক্যাঙারু ব্রিগেডকে ২-১ হারিয়ে দিয়েছিল। ওই সময় অবশ্য স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার অসি দলে ছিলেন না। এই দুজনের প্রত্যাবর্তনে এবার আয়োজক দেশ বেশ শক্তিশালী।

অন্যদিকে, ভারতীয় দলে হিটম্যান রোহিত শর্মার অভাব অনুভূত হবে। চোটের কারণে দলে নেই রোহিত। তাঁর অভাব নিশ্চিতভাবেই ব্যাটিং অর্ডারে পড়বে। এই সিরিজের মাধ্যমেই স্টেডিয়ামে শুরু হবে দর্শকদের প্রত্যাবর্তন। কেননা, ক্রিকেট অস্ট্রেলিয়া স্টেডিয়ামের ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। বোর্ড জানিয়েছে, টিকিট বিক্রিও হয়েছে।

লকডাউনের আগে বিরাট কোহলির দল শেষবার আন্তর্জাতিক সিরিজ খেলেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার পর ভারত মুখোমুখি হচ্ছে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার। তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতেই। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের কাজটা যে টিম ইন্ডিয়ার পক্ষে সহজ নয়, তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দলকে ১৯৯২ বিশ্বকাপের নেভি ব্লু জার্সিতে দেখা যাবে।

এদিনের ম্যাচে বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং আক্রমণের মুখোমুখি হতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের। অজি দলে রয়েছেন অ্যাডাম জাম্পার মতো কুশলী স্পিনারও। তাঁর বোলিংয়ে বেশ কয়েকবার কোহলিকেও সমস্যায় পড়তে দেখা গিয়েছে। ছন্দে ফেরা স্মিথ, রান মেশিন ওয়ার্নার ও উঠতি তারকা মারনাস লাবুশানের উপস্থিতিতে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারাতে ভারতীয় দলকে তাদের সেরাটা দিতে হবে।

কেএল রাহুলের জন্ও এই ম্যাচ বড় পরীক্ষার।আইপিএলে দারুণ ফর্মে ছিলেন তিনি। সেই ফর্ম ধরে রাখার চেষ্টা করবেন তিনি। সেইসঙ্গে তাঁর সামনে থাকবে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলের মহেন্দ্র সিংহ ধোনির শূন্যস্থান পূরণ করার মতো চ্যালেঞ্জ। যদিও তিনি নিজেই বলেছেন যে, ধোনির স্থান নেওয়া কারুর পক্ষেই সম্ভব নয়।

ভারতের প্রথম একাদশ: শিখর ধবন, ময়াঙ্ক অগ্রবাল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহল, নভদীপ সাইনি, জসপ্রিত বুমরাহ

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্কাস স্টোয়নিস, মারনাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, এ কেরি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.