বিধ্বংসী লিওনের ৮ উইকেট, ১৮৯ রানে অল আউট ভারত, দিনের শেষে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ৪০
ABP Ananda, web desk | 04 Mar 2017 09:18 AM (IST)
বেঙ্গালুরু: প্রায় পুণের অ্যাকশন রিপ্লে চিন্নাস্বামী স্টেডিয়ামে। প্রথমে ব্যাট করে ১৮৯ রানে অল আউট টিম ইন্ডিয়া। লোকেশ রাহুলের ৯০ ছাড়া কারও ব্যাটেই রান নেই। টসে জিতে ব্যাটিং নেন কোহালি। প্রথমেই শূন্য রানে অভিনব মুকুন্দকে ফেরান মিচেল স্টার্ক। তারপর চিন্নাস্বামীর টার্নিং ট্র্যাকে নাথান লিওনের ভেল্কি। ৫০ রানে ৮ উইকেট নিলেন তিনি। যা ভারতের সফরকারী দলের বোলার হিসেবে সেরা স্পেল। ব্রেট লি-র রেকর্ড ভেঙে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয় বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটিও পকেটে পুরে ফেললেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না খুইয়ে অস্ট্রেলিয়ার স্কোর ৪০। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়ানোর ম্যাচেও শুরুটা জঘন্য করল ভারত। লাঞ্চ পর্যন্ত ভারতের রান ছিল ২ উইকেটে ৭২। লাঞ্চের ঠিক আগে ১৭ রান করে নাথন লিওনের বলে প্যাভিলিয়নে ফিরে যান পূজারা। এরপর বাকিরাও একে একে প্যাভিলিয়নের পথ ধরেন। কেউই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি।