সিডনি: অস্ট্রেলিয়ার বাড়া ভাতে ছাই ফেলে দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। সিডনি টেস্টের পঞ্চমদিন ভারতীয় ব্যাটসম্যানদের মরিয়া লড়াই অস্ট্রেলিয়ার জয়ের আশা ভেস্তে দিয়েছে। পঞ্চম দিন ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০৯ রানের। হাতে ছিল ৮ উইকেট (আহত ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজা সহ)। সকালে রাহানেকে ফিরিয়ে জয়ের গন্ধ পেতে শুরু করছিল অজি ব্রিগেড।ঠিক এই সময়েই প্রতিরোধ গড়ে তোলেন পন্থ ও পূজারা। এরপর যা ঘটল, তাতে জয়ের গন্ধ পাওয়া টগবগে অজি খেলোয়াড়দের চোয়াল আস্তে আস্তে ঝুলে পড়ল।


ব্যাটিং অর্ডারে ওপরে ব্যাট করতে নেমে ১১৮ বলে ৯৭ রানের আগ্রাসী ইনিংস খেললেন পন্থ। শুধু তাই নয়, একপ্রান্ত আঁকড়ে থাকা পূজারার সঙ্গে জুটিতে তুললেন ১৪৮ রান। ২৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলে অজি আক্রমণের বিষ শুষে নিলেন পূজারা। দুজনের আউট হওয়ার পরও স্বস্তি পেলেন না অজি খেলোয়াড়রা। এবার তাঁদের বিরক্তি ও হতাশা বাড়ান রবিচন্দ্রন অশ্বিন ও হনুমা বিহারী।
পাঁজর ধেয়ে বলে আসা বাউন্সারে আঘাত পেয়েছেন তাঁরা। হ্যামস্ট্রিংয়ে চোটও ছিল হনুমার। কিন্তু তারপরও অটুট ধৈর্য্যে দূর্গ সামলালেন তাঁরা। স্বাভাবিকভাবেই মাঝেমধ্যেই শুশ্রুষা নিতে হচ্ছিল তাঁদের। আর এতেই একটা সময় মেজাজ হারালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। হনুমা থাই প্যাড পরছিলেন। অশ্বিন এ জন্য অপেক্ষা করছিলেন। আর এতেই মেজাজ চড়ে যায় অজি অধিনায়কের। চিৎকার করে তাঁকে বলতে শোনা যায়, আরে এ তো খুবই হাস্যকর। এটাই করতে থাকো, সিরিয়াসলি।

এই ঘটনা একেবারেই ভালোভাবে নিতে পারেননি অনুরাগীরা। তাঁদের বিরক্তির কথা জানিয়ে ইন্টারনেটে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, পেইনের প্রতি আর তো কোনও শ্রদ্ধাই রইল না। অন্য একজনের মন্তব্য, ভালো মানুষ বলে অধিনায়ক করা হয়েছিল পেইনকে, স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির পর। এই কেলেঙ্কারির জন্য এক বছর নির্বাসনে যেতে হয়েছিল স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে।









জয়ের সুযোগ হাতছাড়া হতে বসায় এভাবে অজি অধিনায়ককে ক্ষিপ্ত হয়ে উঠতে দেখে অনুরাগীরা তাঁদের অসন্তোষের কথা এভাবেই জানিয়েছেন।