সিডনি: বর্ণবিদ্বেষে কলঙ্কিত তৃতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে চাপে ভারতীয় দল। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ২ উইকেটে ৯৮। জয়ের জন্য দরকার আরও ৩০৯ রান। যা করা অত্যন্ত কঠিন। হার এড়ানোই এখন ভারতীয় দলের প্রথম লক্ষ্য। দিনের শেষে ক্রিজে অধিনায়ক অজিঙ্কা রাহানে (৪) ও চেতেশ্বর পূজারা (৯)। ফিরে গিয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা (৫২) ও শুভমান গিল (৩১)।
গতকাল তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২ উইকেটে ১০৩। দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানে এগিয়েছিলেন স্টিভ স্মিথরা। আজ ৬ উইকেটে ৩১২ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। গতকালের অপরাজিত ব্যাটসম্যান স্মিথ ৮১ রান করেন। তাঁর সঙ্গী মার্নাস লাবুশেন করেন ৭৩ রান। ম্যাথু ওয়েড (৪) অবশ্য রান পাননি। ক্যামেরন গ্রিন অবশ্য ৮৪ রান করেন। ৩৯ রানে অপরাজিত থাকেন পেইন। ভারতের হয়ে দু’টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও নবদীপ সাইনি। একটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। গতকাল একটি ক্যাচ নেওয়ার পর আজ আরও তিনটি ক্যাচ নেন বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তাঁকে বাদ দিয়ে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ঋষভ পন্থকে খেলানো হলেও, পন্থ চোট পাওয়ায় পরিবর্ত উইকেটকিপার হিসেবে মাঠে নেমে প্রতি মুহূর্তে কিপিংয়ে নিজের দক্ষতার পরিচয় দেন ঋদ্ধিমান।
জয়ের জন্য ৪০৭ রান তুলতে হবে ভারতীয় দলকে। এই পরিস্থিতিতে ওপেন করতে নেমে শুরুটা ভালই করেন রোহিত ও শুভমান। তাঁদের জুটিতে ৭১ রান যোগ হয়। এরপর জশ হ্যাজেলউডের বলে পেইনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শুভমান। অর্ধশতরান পূরণ করার পর প্যাট কামিন্সের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত। চোট পাওয়ায় এই ম্যাচে আর ব্যাটিং করতে পারবেন না রবীন্দ্র জাডেজা। পন্থেরও ব্যাটিং করতে নামা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ফলে ভারতের পক্ষে ম্যাচ বাঁচানো কঠিন। রাহানে-পূজারা জুটির উপরেই এখন ম্যাচের ভাগ্য নির্ভর করছে। তাঁরা যদি অভাবনীয় পারফরম্যান্স দেখাতে পারেন, একমাত্র তাহলেই ভারতের আশা থাকবে।
এদিকে, গতকালের পর আজও দর্শকদের একাংশ সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন বলে অভিযোগ। এর জেরে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ৬ জন দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তারপর শুরু হয় খেলা।
Ind vs Aus, Sydney Test: শেষ দিন জয়ের জন্য দরকার ৩০৯ রান, চাপে ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jan 2021 01:21 PM (IST)
India vs Australia, Test Series: গতকালের পর আজও দর্শকদের একাংশ সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন বলে অভিযোগ।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -