হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন মাধুরী দীক্ষিত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Nov 2018 11:10 AM (IST)
নয়াদিল্লি: পুরুষদের হকি বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি সম্পূর্ণ। উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৭ নভেম্বর (মঙ্গলবার)। এই অনুষ্ঠানে উপস্থিত থাকলেন সিনেমা জগতের একাধিক প্রথমসারির তারকা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল মাধুরী দীক্ষিতের পারফর্ম্যান্স। মাধুরী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানের সুরের মায়াজাল বুনতে দেখা যাবে বিখ্যাত সঙ্গীত পরিচালক এআর রহমানকে। উদ্বোধনী অনুষ্ঠান হবে ভূবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। বিশ্বকাপ ঘিরে উন্মাদনা এতটাই তুঙ্গে উঠেছে যে, ২৮ নভেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচের সমস্ত টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮ নভেম্বর। হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এক সম্মিলিত বিশ্বশক্তির বার্তা তুলে ধরা হবে। নিজের পারফরম্যান্সে এই বার্তা তুলে ধরবেন মাধুরী দীক্ষিত।উপস্থিত থাকবেন শাহরুখ খানও।