রান না পেয়ে কোহলি হতাশ, বললেন মিচেল জনসন
ABP Ananda, web desk | 12 Mar 2017 12:33 PM (IST)
নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টের আগে মানসিক-যুদ্ধ পুরোদমে শুরু করে দিল অস্ট্রেলিয়া। এই মাইন্ডগেমে অসি সংবাদমাধ্যম ছাড়াও সে দেশের প্রাক্তন খেলোয়াড়রাও ঝাঁপিয়ে পড়েছেন। পুনেতে প্রথম টেস্টে অপ্রত্যাশিতভাবে হারের পর বেঙ্গালুরু টেস্টে জিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের ডিআরএস নিয়ে অন্যায় সুবিধা গ্রহণের অভিযোগ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। স্মিথের বিরুদ্ধে সরব হয়েছেন কোহলি।এই প্রেক্ষাপটে এবার প্রাক্তন অসি পেসার মিচেল জনসন খোঁচা দিলেন ভারতের অধিনায়ককে। তিনি বললেন, বেঙ্গালুরুতে সেই পুরানো কৌশল নিয়েছিলেন কোহলি। জনসন বলেছেন, এ কথা ঠিক যে, কোহলি আবেগপ্রবণ। কিন্তু আমার মনে হয়, সিরিজে রান না পাওয়ায় ও হতাশ। জনসন বলেছেন, বেঙ্গালুরু টেস্টের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতিটা বদলে যায়। আর তার সঙ্গে তাল মিলিয়ে ভারত খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নেয়। প্রাক্তন এই বাঁহাতি পেসার কোহলির বিরুদ্ধে কার্যত মাঠের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগ করেছেন। এই প্রসঙ্গে জনসন ২০১৪-১৫-তে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় তাঁর সঙ্গে কোহলির দ্বৈরথের প্রসঙ্গও উত্থাপন করেছেন। ওই সিরিজে দারুন লড়াই করেও শেষপর্যন্ত ২-০ তে হেরে গিয়েছিল ভারত। যদিও কোহলি দুরন্ত ফর্মে ছিলেন। ৮৬.৫ গড়ে ৬৯২ রান করেছিলেন। সেবার চারটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করেছিলেন কোহলি।