দুবাই: এবারের এশিয়া কাপের আজ ফাইনাল। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ ট্রফি জয়ের লড়াইয়ে নামবে ভারত ও বাংলাদেশ। কিন্তু ফাইনাল শুরুর আগে এমন একটি খবর সামনে এসেছে, যা শুনে ভারতীয় দলের অনেক সমর্থকই চমকে যেতে পারেন। বাংলাদেশের বিরুদ্ধে ফাইনালের আগে ভারতের পাঁচ গুরুত্বপূর্ণ খেলোয়াড় বল বা ব্যাট হাতে তোলেননি। অর্থাত্, অনুশীলন করেননি। সূত্রের খবর, অধিনায়ক রোহিত শর্মা, শিখর ধবন, যজুবেন্দ্র চাহল, জসপ্রিত বুমরাহ ও ভূবনেশ্বর কুমার-এই পাঁচ ক্রিকেটার গত পাঁচদিন অনুশীলন করেননি। এই পাঁচ ক্রিকেটার গত ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলেন। তারপর থেকে তাঁরা আম মাঠে ঘাম ঝরাননি।
পুরো দল গত দুদিন অনুশীলন করেনি। গত ২৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছিল। তারপর থেকে ভারতীয় দল আর অনুশীলন করেনি।
দলের সমর্থকদের কাছে এই খবর চিন্তার হতে পারে। তবে সম্ভবত ফাইনালের আগে মরু শহরের তীব্র গরমের হাত থেকে নিজেদের তরতাজা রাখাতেই এই সিদ্ধান্ত ভারতীয় দল নিয়েছে বলে মনে করা হচ্ছে।
ফাইনালের আগে গত দুদিন অনুশীলন করেনি ভারতীয় দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Sep 2018 02:16 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -