মুম্বই: আইপিএলের টাইটেল স্পনসর থেকে গেল টাটা গোষ্ঠীই। পাঁচ বছরের জন্য চুক্তি হল ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে। ভারতীয় সংস্থা ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে নিল নতুন চুক্তি করে। এবং নতুন এই চুক্তি হল রেকর্ড অর্থে। পাঁচ বছরের জন্য ২৫০০ কোটি টাকা বোর্ডকে দেবে টাটা গোষ্ঠী।


আইপিএলের ইতিহাসে এত বড় অর্থের বিনিময়ে কোনও সংস্থা টাইটেল স্পনসর হয়নি এর আগে। সেদিক থেকে নতুন মাইলফলক তৈরি হল। 


এর আগে ২০২২ ও ২০২৩ - দুই মরশুমে আইপিএলের টাইটেল স্পনসর ছিল টাটা গোষ্ঠীই। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগেও টাইটেল স্পনসর ছিল টাটা গোষ্ঠী। 


 






বোর্ডের সচিব জয় শাহ বলেছেন, 'টাটা গোষ্ঠীর সঙ্গে জুটি বাঁধতে পেরে আমরা আপ্লুত। আইপিএল বিশ্বব্যাপী একটি টুর্নামেন্টে পরিণত হয়েছে। সারা বিশ্বের প্রচুর মানুষ খেলা দেখেন। এই চুক্তি আইপিএলকেও আরও সমৃদ্ধ করবে।' 


২০২২ সালে প্রথম বার আইপিএলের স্পনসর হয়েছিল টাটা। তার আগে ছিল ভিভো। চিনের সেই সংস্থা বিভিন্ন কারণে আইপিএলের স্পনসরশিপ ছেড়ে দেয়। ২০১৮ সালে ভিভো পাঁচ বছরের জন্য স্পনসরের দায়িত্ব নিয়েছিল। কিন্তু ২০২২ সালেই ছেড়ে দেয় তারা। ভারত-চিন সম্পর্কও একটা কারণ ছিল ভিভোর চলে যাওয়ার নেপথ্যে। সেই সময় দায়িত্ব নিয়েছিল টাটা।                      


 






প্রথম বার দায়িত্ব নিয়ে টাটা প্রতি বছর ৩৬৯ কোটি করে দেওয়ার চুক্তি করেছিল। নতুন চুক্তিতে সেটা বেড়ে ৫০০ কোটি হয়ে গেল। পাঁচ বছরে ২৫০০ কোটি টাকা বোর্ডকে দেবে টাটা। যদিও বোর্ডকে এই অর্থ দিতে রাজি ছিল আদিত্য বিড়লা গ্রুপও। কিন্তু টাটা এখন আইপিএলের স্পনসর। তাই বিড়লার প্রস্তাবিত অর্থ টাটা দিতে রাজি হওয়ায় তাদের রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড। 


আরও পড়ুন: পারিবারিক সমস্যাতেও লক্ষ্যে অটল, শামির তত্ত্বাবধানে বাংলায় তৈরি হচ্ছে নতুন পেস-অস্ত্র


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে