পুনে: তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬৬ রানে হারিয়েছে ভারত। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩১৭ রান করে। রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ৪২.১ ওভারে ২৫১ রানে সবাই আউট হয়ে যায়। এই জয়ের সঙ্গে সঙ্গে ভারত সিরিজে ১-০ এগিয়ে গেল। ভারতের জয়ের অন্যতম নায়ক প্রসিদ্ধ কৃষ্ণ। তিনি অভিষেক ম্যাচেই ৫৪ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়াও শার্দুল ঠাকুর ৩৭ রানে ৩ ও ভুবনেশ্বর কুমার ৩০ রানে ২ উইকেট নিয়েছেন। ৫৯ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন ক্রুণাল পান্ড্য।
ইংল্যান্ডের এবারে ভারত সফর একেবারে অন্তিম পর্যায়ে।ভারত ইতিমধ্যেই টেস্ট ও টি২০ সিরিজ জিতেছে। একদিনের সিরিজে পুনেতে জয় দিয়ে শুরু করল বিরাট কোহলি ব্রিগেড। যদিও টেস্ট ও টি ২০-উভয় সিরিজে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছিল ভারত। একদিনের সিরিজে এর পুণরাবৃত্তি এড়ানোই ছিল টিম ইন্ডিয়ার লক্ষ্য।
প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর কোহলি এই জয়কে সাম্প্রতিক অতীতে মধুরতম আখ্যা দিলেন।
পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে ভারতের অধিনায়ক বলেছেন, এই জয় সাম্প্রতিক অতীতে মধুরতম। এত দ্রুত নয় উইকেট পাওয়াটা অসাধারণ ব্যাপার। ম্যাচে ঘুরে দাঁড়াতে ছেলেরা দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুহূর্তে আমি খুবই গর্বিত।
কোহলি তাঁর দলের ব্যাটসম্যানদেরও প্রশংসা করেছেন। তাঁদের মধ্যে কয়েকজনের ফর্ম না থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কোহলি বলেছেন, যে খেলোয়াড়দের সঠিক মনোভাব রয়েছে, তাদের আমরা তুলে ধরি। এক্ষেত্রে শিখর ধবনের ইনিংসের কথাও বিশেষভাবে বলতে হয়। কেএলের কথাও বলতে হবে। ও রানে ফিরেছে। আমরা তাদের পাশে থাকতে চাই, যারা মাঠে নেমে নিঃস্বার্থভাবে খেলে।
৩১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালো হয়েছিল ইংল্যান্ডের। ১৫ ওভারের মধ্যেই কোনও উইকেট না হারিয়ে ১৩৫ রান উঠে যায় স্কোরবোর্ডে। এরপরই আঘাত হানেন অভিষেককারী ভারতীয় বোলার প্রসিদ্ধ কৃষ্ণ। এরপর থেকেই ভারতীয় বোলাররা চাপে ফেলে দেন ইংরেজ ব্যাটসম্যানদের। ম্যাচের রাশ ভারতের হাতে চলে আসে। এদিনের ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে সফল কৃষ্ণ। ৫৪ রান দিয়ে চার উইকেট নেন তিনি।
এর আগে ভারত প্রথমে ব্যাট করতে নামে। মাত্র দুরানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় শিখর ধবনের। ইনিংসের শেষের দিকে ব্যাটে ঝড় তোলের কেএল রাহুল ও অভিষেককারী ক্রুণাল। রাহুল ৪৩ বলে ৬২ ও ক্রুণাল ৩১ বলে ৫৮ রান করেন। এছাড়াও কোহলি ৫৬ রান করেন। রোহিত ২৮ রান করেন। রান পাননি শ্রেয়স ও হার্দিক পান্ড্য।