বার্মিংহ্যাম: মাত্র দিন চারেক আগের ঘটনা। এজবাস্টনে টেস্ট ম্যাচে হেরে মাথা নীচু করে মাঠ ছেড়েছিলেন যশপ্রীত বুমরা-বিরাট কোহলিরা (Virat Kohli)। শনিবার সেই এজবাস্টনেই হাসি ফিরল ভারতীয় শিবিরে (Team India)। ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের (Ind vs Eng) দ্বিতীয় ম্যাচেও হারাল ভারত। ৪৯ রানে রোহিত শর্মারা ম্যাচ জিততেই টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। ১ ম্যাচ বাকি থাকতেই।
বল হাতে ভারতের জয়ের নায়ক ভুবনেশ্বর কুমার। কেন তিনি ভারতের টি-টোয়েন্টি দলে কার্যত অপরিহার্য, তা এদিন ফের প্রমাণ করলেন ভুবি। ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট। যার মধ্যে রয়েছে একটি মেডেন ওভারও। তাঁর শিকারের তালিকায় জেসন রয়, জস বাটলার ও রিচার্ড গ্লিসন। ইংরেজ ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন ভুবনেশ্বরই। স্বাভাবিকভাবেই তাঁকে ছাড়া আর কাউকে ম্যাচের সেরা বাছা সম্ভব ছিল না।
বল হাতে জ্বলে উঠেছিলেন যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহালরাও। বুমরা ৩ ওভারে মাত্র ১০ রান খরচ করে নেন ২ উইকেট। তিনিও একটি মেডেন ওভার পেয়েছেন। ২ ওভারে ১০ রানে ২ উইকেট চাহালের। একটি করে উইকেট হার্দিক পাণ্ড্য ও হর্ষল পটেলের। ভারতের ১৭০/৮ তাড়া করতে নেমে ১৭ ওভারে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
তার আগে প্রথমে ব্যাট করে ভারতের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। মাত্র ৪.৫ ওভারে ৪৯ রান যোগ করে ফেলেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। তারপরই ব্যাটিং ধস। রিচার্ড গ্লিসনের বিধ্বংসী স্পেলে ৬১/৩ হয়ে যায় ভারত। তারপর নিয়মিত ব্যবধানে পড়তে থাকে উইকেট। শেষে রক্ষাকর্তা হয়ে হাজির হলেন রবীন্দ্র জাডেজা। ২৯ বলে ৪৬ রান করে অপরাজিত রইলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। তাঁর ব্যাটের দাপটেই ইংল্যান্ডের বিরুদ্ধে (Ind vs Eng) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৭০/৮।
আরও পড়ুন: কোহলির স্লেজিংয়ে তিতিবিরক্ত বেয়ারস্টো ড্রেসিংরুমে পৌঁছেই বলে ফেলেছিলেন...