আমদাবাদ: টেস্টের পর টি-২০ সিরিজেও ইংল্যান্ডকে হারিয়ে দিল ভারত। দুই সিরিজেই প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে শেষ হাসি হাসল ভারতই। আজ টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ৩৬ রানে জয় পেল ভারতীয় দল। টি-২০ সিরিজের ফল ভারতের পক্ষে ৩-২। এবার একদিনের সিরিজেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বিরাট কোহলিরা।


আজ ভারতের জয়ের নায়ক অধিনায়ক বিরাট। তিনি রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ৫২ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ২টি ছক্কা। রোহিত ৩৪ বলে ৬৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৪টি বাউন্ডারি। সূর্যকুমার যাদব ৩২ রান করেন। হার্দিক পাণ্ড্য ১৭ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন।


ভারতের বোলারদের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ভুবনেশ্বর কুমার। তিনি ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন। শার্দুল ঠাকুর ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন। একটি করে উইকেট নেন হার্দিক পাণ্ড্য ও টি নটরাজন।


ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন ডেভিড মালান। ৫২ রান করেন জশ বাটলার। আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। তার ফলেই সহজ জয় পায় ভারত।


আজ শুরু থেকেই ম্যাচের রাশ ছিল ভারতের দখলে। বিরাট ও রোহিতের ওপেনিং জুটিতে যোগ হয় ৯৪ রান। এরপর বিরাটের সঙ্গে যোগ দেন সূর্যকুমার। এই সিরিজের চতুর্থ ম্যাচে চমকপ্রদ ব্যাটিংয়ের পর এদিনও ভাল পারফরম্যান্স দেখান সূর্যকুমার। তাঁর ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৩টি বাউন্ডারি। হার্দিকও বিরাটের সঙ্গে ঝোড়ো ব্যাটিং করেন। তিনি ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কা মারেন। 


ইংল্যান্ডের ইনিংসের দ্বিতীয় বলেই জেসন রয়কে বোল্ড করে দেন ভুবনেশ্বর। এরপর অবশ্য ভারতকে চিন্তায় ফেলে দিয়েছিল মালান ও বাটলারের জুটি। এই জুটিতে ১৩০ রান যোগ হয়। বাটলারকে ফেরান ভুবনেশ্বরই। এরপর ১৫-তম ওভারে জনি বেয়ারস্টো (৭) ও মালানকে ফেরান শার্দুল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। ভারতের ২ উইকেটে ২২৪ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান করেই থমকে যায় ইংল্যান্ড। 


ভারত-ইংল্যান্ডের একদিনের সিরিজ শুরু মঙ্গলবার থেকে। একদিনের সিরিজের তিনটি ম্যাচই হবে পুণেতে।