হায়দরাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। আগামী বৃহস্পতিবার থেকে শুরু পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। তবে সিরিজ শুরু আগেই ভারতীয় দল বড় ধাক্কা খেয়েছে। দলের স্টার ব্যাটার বিরাট কোহলি ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট থেকে নাম তুলে নিয়েছেন। এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে বিরাটের পরিবর্ত প্লেয়ারের নাম ঘোষণা করা হয়নি। উঠে আসছে রজত পাতিদার, সরফরাজ খানদের সঙ্গে অভিজ্ঞ চেতেশ্বর পূজারার নামও। তবে আরও একটা নাম কিন্তু ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত। রিঙ্কু সিংহ। কুড়ির ফর্ম্যাটে সু্যোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন। টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের জায়গা জাতীয় দলে প্রায় পাকা করেই ফেলেছেন এই বাঁহাতি। এবার কি টেস্টেও সুযোগ মিলতে পারে রিঙ্কুর?


প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া রিঙ্কু সিংহের হয়ে সওয়াল করেছেন। টেস্ট ফর্ম্যাটের জন্য এখনও পর্যন্ত পরীক্ষত নন রিঙ্কু। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেছেন রিঙ্কু। এক ভিডিও বার্তায় আকাশ বলেন, "রিঙ্কু কেমন বিকল্প হতে পারে? ও কিন্তু শুধু সাদা বলের ফর্ম্যাটের প্লেয়ার না। ওর প্রথম শ্রেণির ক্রিকেটের পরিসংখ্যান দেখলেই তা বোঝা যাবে। দক্ষিণ আফ্রিকা সফরেও দলের সঙ্গে ছিল ও।" 


উল্লেখ্য, এখনও পর্যন্ত ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে মোট ৩১০৯ রান করেছেন রিঙ্কু৷ গড় ঈর্ষণীয় ৫৭.৫৭। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে রোহিতের সঙ্গে লম্বা পার্টনারশিপ গড়ে সবার প্রশংসা আদায় করে নিয়েছেন। 


এদিকে, বিরাট বেন স্টোকসদের বিরুদ্ধে খেলবেন না, তা জানায়নি বোর্ড। বরং জানিয়েছে, এ নিয়ে যেন জল্পনা না করা হয়। যদিও তাতে কৌতূহল থামছে না। তাহলে কি অনুষ্কা শর্মার সন্তানসম্ভবা হওয়ার খবর সঠিক? সন্তান জন্মের সময় অনুষ্কার পাশে থাকবেন বলেই কি প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি?


ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, কোহলি বোর্ডের কাছে প্রথম দুই টেস্টে ছুটি চেয়ে আবেদন করেছিলেন। ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন কোহলি। সেই ছুটি মঞ্জুর করা হয়েছে। 


ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, 'অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন বিরাট। টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের সঙ্গেও কথা বলেছেন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় তাঁর কাছে প্রাধান্য পেয়ে এসেছে। কিন্তু এমন কিছু ব্যক্তিগত পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ওঁর উপস্থিতি প্রয়োজন।'